Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#5415
বাংলাদেশ
স্বাধীনতা পুরস্কার
১.বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারের নাম কী?
-স্বাধীনতা পুরস্কার ।
২.২০২০ সালে কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠান স্বাধীনতা লাভ করে?
-৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান।

বাংলা একাডেমি পুরস্কার
১.দেশে সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার কোনটি?
-বাংলা একাডেমি পুরস্কার।
২.২০১৯ সালে কতজন ব্যক্তি বাংলা একাডেমি পুরস্কার লাভ করে?
-১০ জন।

কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার
১. কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার কবে প্রদান করা হয়?
-২০০৮ সাল (পাঁচটি ক্ষেত্রে) ।

সৈয়দ ওয়ালীউল্লাহ পুরস্কার
১.সৈয়দ ওয়ালীউল্লাহ পুরস্কার কবে প্রবর্তন করা হয়?
-২০১১ সালে।
২.কোন অবদানের জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ পুরস্কার প্রদান করা হয়?
-প্রবাসে বসবাসকারী লেখকদের বাংলা ভাষা চর্চা, সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য।
৩.২০১৯ সালে সৈয়দ ওয়ালীউল্লাহ পুরস্কার লাভ করে কে?
-সাগুফতা শারমিন তানিয়া ও সালমা বাণী।

আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার
১.আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কারের প্রবর্তিত হয় কবে?
-২০১১ সালে।
২.২০১৮ সালে আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার লাভ করেন কতজন?
-২ জন।
৩.আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার এর পাশাপাশি সাহিত্যরত্ন সম্মাননা প্রবর্তিত হয় কবে?
-২০১৮ সালে।
৪.সাহিত্যরত্ম সম্মাননার অর্থমূল্য কত?
-১০ লাখ টাকা ও সাহিত্যরত্ন সম্মাননা স্মারক প্রদান করা হয়।
৫.২০১৮ সালে প্রথম সাহিত্যরত্ন সম্মাননা লাভ করেন কে?
-হাসান আজিজুল হক।
৬.২০২০ সালের সাহিত্যরত্ন সম্মাননা লাভ করেন কে?
-রামেন্দু মজুমদার।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    26 Views
    by bdchakriDesk
    0 Replies 
    15 Views
    by bdchakriDesk
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]