- Sat Jan 09, 2021 9:44 am#5414
সংযুক্ত আরব আমিরাত
১.সংযুক্ত আরব আমিরাতের কতটি আমিরাত রয়েছে?
-৭টি।
২.সপ্তম আমিরাত কোনটি?
-রাস আল খাইমাহ।
৩.বিশ্বের একামাত্র সাতা তারা হোটেলের নাম কী?
-বুর্জ আল আরব।
৪.কৃত্রিম দ্বীপ পাম জুমেরিয়া কোথায় অবস্থিত?
-দুবাই, সংযুক্ত আরব আমিরাত।
৫.সংযুক্ত আরব আমিরাতের জনক কে?
-শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান।
৬.প্রথম প্রেসিডেন্ট কে?
-শেখ জায়েদ বিন সুলতান আলা নাহিয়ান্
৭.প্রথম প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট কে?
-মাকতুম বিন রশিদ আল মাকতুম।
নেপাল
১.বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র নেপাল কবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয়?
-১৮ মে ২০০৬।
২.বিশ্বের নবীনতম গণতান্ত্রিক দেশ কোনটি?
-নেপাল।
৩.নেপালের ২৪০ বছরের রাজতন্ত্রের বিলোপ হয় কবে?
-২৮ মে ২০০৮।
৪.প্রজাতান্ত্রিক নেপালের প্রথম প্রধানমন্ত্রী কে?
-মাওবাদী নেতা পুষ্প কমল দাহাল প্রচন্দ।
৫.প্রজাতান্ত্রিক নেপালে প্রথম প্রেসিডেন্ট নির্বাচন হয় কবে?
-২১ জুলাই ২০০৮।
৬.নেপালের প্রথম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন কে?
-পরমানন্দ ঝা।
৭.নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন কে?
-বিদ্যাদেবী ভান্ডারী।
৮.নেপাল সরকার কবে দাস শ্রম প্রথা বিলুপ্ত করে?
-৮ সেপ্টেম্বর ২০০৮ সালে।
৯.নেপালের প্রথম প্রেসিডেন্ট কে?
-ডা. রামবরণ যাদব।
১০.হিমালয় কন্যা বলা হয় কোন দেশকে?
-নেপালকে।
১১.নেপালের সর্বশেষ রাজার নাম কী?
-জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব।
১২.নেপালের মাওবাদী গেরিলারা সামজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন শুরু করে কবে?
-১৯৯৬ সালে।
১৩.নেপালে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় কোন সালে?
-২০০৮ সালে।
১.সংযুক্ত আরব আমিরাতের কতটি আমিরাত রয়েছে?
-৭টি।
২.সপ্তম আমিরাত কোনটি?
-রাস আল খাইমাহ।
৩.বিশ্বের একামাত্র সাতা তারা হোটেলের নাম কী?
-বুর্জ আল আরব।
৪.কৃত্রিম দ্বীপ পাম জুমেরিয়া কোথায় অবস্থিত?
-দুবাই, সংযুক্ত আরব আমিরাত।
৫.সংযুক্ত আরব আমিরাতের জনক কে?
-শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান।
৬.প্রথম প্রেসিডেন্ট কে?
-শেখ জায়েদ বিন সুলতান আলা নাহিয়ান্
৭.প্রথম প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট কে?
-মাকতুম বিন রশিদ আল মাকতুম।
নেপাল
১.বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র নেপাল কবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয়?
-১৮ মে ২০০৬।
২.বিশ্বের নবীনতম গণতান্ত্রিক দেশ কোনটি?
-নেপাল।
৩.নেপালের ২৪০ বছরের রাজতন্ত্রের বিলোপ হয় কবে?
-২৮ মে ২০০৮।
৪.প্রজাতান্ত্রিক নেপালের প্রথম প্রধানমন্ত্রী কে?
-মাওবাদী নেতা পুষ্প কমল দাহাল প্রচন্দ।
৫.প্রজাতান্ত্রিক নেপালে প্রথম প্রেসিডেন্ট নির্বাচন হয় কবে?
-২১ জুলাই ২০০৮।
৬.নেপালের প্রথম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন কে?
-পরমানন্দ ঝা।
৭.নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন কে?
-বিদ্যাদেবী ভান্ডারী।
৮.নেপাল সরকার কবে দাস শ্রম প্রথা বিলুপ্ত করে?
-৮ সেপ্টেম্বর ২০০৮ সালে।
৯.নেপালের প্রথম প্রেসিডেন্ট কে?
-ডা. রামবরণ যাদব।
১০.হিমালয় কন্যা বলা হয় কোন দেশকে?
-নেপালকে।
১১.নেপালের সর্বশেষ রাজার নাম কী?
-জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব।
১২.নেপালের মাওবাদী গেরিলারা সামজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন শুরু করে কবে?
-১৯৯৬ সালে।
১৩.নেপালে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় কোন সালে?
-২০০৮ সালে।