Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#5386
মালদ্বীপ
১.মালদ্বীপের প্রথম রাষ্ট্রপতি কে?
-ইব্রাহীম নাসির।
২.প্রেসিডেন্টের মেয়াদকাল কত?
-৫ বছর।
৪.কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
-মালদ্বীপ মনিটারি অথরিটি।
৫.সার্কভুক্ত কোন দেশে বিশ্ববিদ্যালয় নেই?
-মালদ্বীপ।
৬.সার্কভু্তি দেশ মালদ্বীপ কবে বাংলাদেশে দূতাবাস চালু করে?
-২০০৮ সালে।
৭.সার্কভুক্ত কোন দেশে সেনাবাহিনী নেই?
-মালদ্বীপ।
৮.মালদ্বীপে ইসলাম প্রবর্তন হয় কবে?
-১১৫৩ সালে।
৯.মালদ্বীপে প্রথমবারের মতো বহুদলীয় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
-৮ অক্টোবর ২০০৮ সালে।
১০.এশিয়ায় আয়তনে ও জনসংখ্যায় সবচেয়ে ছোট দেশ কোনটি?
-মালদ্বীপ।
১১.মালদ্বীপের তথা এশিয়ার দীর্ঘকালীন প্রেসিডেন্ট কে ছিলেন?
-মামুন আব্দুল গাইউম।
১২.মালদ্বীপে মোট দ্বীপ কতটি?
-১,১৯০টি।
১৩.বাংলাদেশের সাথে মালদ্বীপের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় কবে?
-২২ সেপ্টেম্বর ১৯৭৮।
১৪.বিশ্বের কোন দেশ প্রথম পানির নিচে মন্ত্রিসভার বৈঠক করে?
-মালদ্বীপ।

ভিয়েতনাম
১.ভিয়েতনাম যুদ্ধের সময়কাল কত?
-১ নভেম্বর ১৯৫৫-৩০ এপ্রিল ১৯৭৫।
২.কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
-স্টেট ব্যাংক অব ভিয়েতনাম।
৩.ডেমোক্রেটিক রিপাবলিক অব ভিয়েতনাম এর প্রথম প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী কে?
-হো চি মিন।
৪.ডেমোক্রেটিক রিপাবলিক অব ভিয়েতনাম এবং রিপাবলিক অব ভিয়েতনাম একত্রিত হয় কবে?
-১৯৭৬ সালে।
৫.ভিয়েতনামের জাতিগত গোষ্ঠী কতটি?
-৫৪টি।
৬.ভিয়েতনামের সংবাদ সংস্থার নাম কী?
-ভিয়েতনাম নিউজ এজেন্সি।
৭.দক্ষিণ ভিয়েতনামের রাজধানীর নাম কী?
-সায়গন।
    InterServer Web Hosting and VPS

    বেপজা পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ[…]

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি […]

    বিডিচাকরি তে একজন কনটেন্ট ম্যানেজার আবশ্যক […]

    Career Opportunity Wealth Champ Internati[…]