- Thu Jan 07, 2021 9:33 am#5359
মিয়ানমার
১.বর্তমান রাষ্ট্রীয় নাম কী?
-দ্য রিপাবলিক অব দ্য ইউনিয়ন অব মিয়ানমার।
২.প্রাচীন নাম কী?
-ব্রহ্মদেশ।
৩.সীমান্তবর্তী দেশ কোনগুলো?
-বাংলাদেশ, চীন, থাইল্যান্ড, ভারত এবং লাওস।
৪.মিয়ানমারের প্রবেশপথ কোন স্থান?
-ইয়াঙ্গুন।
৫.প্রথম প্রেসিডেন্টের নাম কী?
-সাও সোয়ে থেইক।
৬.প্রেসিডেন্টের মেয়াদকাল কত?
-৫ বছর।
৭.মিয়ানমারে কবে কোন সামরিক জান্তা ক্ষমতা দখল করে?
-২ মার্চ ১৯৬২।
৮.মিয়ানমারে কবে কোন সামরিক জান্তা প্রথম নির্বাচন দেয়?
-২৭ মে ১৯৯০।
৯.ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কবে প্রতিষ্ঠিত হয়?
-২৭ সেপ্টেম্বর ১৯৮৮।
১০.সর্বশেষ সামরিক জান্তার প্রধান কে ছিলেন?
-জেনারেল থান শোয়ে।
১১.২০০৭ সালে মিয়ানমারে বৌদ্ধ ভিক্ষুর আন্দোলন কী নামে পরিচিত?
-জাফরানি বিপ্লব।
১২.মিয়ানমারের জনক কে?
-অং সান।
১৩.রোহিঙ্গা মুসলিম শরণার্থী কোন দেশের অধিবাসী?
-মিয়ানমারের রাখাইন প্রদেশের।
১৪.রোহিঙ্গা কারা?
-মিয়ানমারের একটি জাতিগোষ্ঠী।
১৫.শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়?
-ইয়াঙ্গুন।
১৬.মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা?
-বাংলাদেশ-মিয়ানমার।
মালয়েশিয়া
১.জাতীয় ভাষা কী?
-মালয়।
২.মালয়েশিয়ার স্বাধীনতার জনক কে?
-টেংকু আবদুল রহমান।
৩.প্রথম রাজা কে?
-টেংকু আবদুল রহমান ।
৪.প্রথম প্রধানমন্ত্রী কে?
-টেংকু আবদুল রহমান।
৫.বিমান সংস্থার নাম কী?
-মালয়েশিয়া এয়ারলাইন্স।
১.বর্তমান রাষ্ট্রীয় নাম কী?
-দ্য রিপাবলিক অব দ্য ইউনিয়ন অব মিয়ানমার।
২.প্রাচীন নাম কী?
-ব্রহ্মদেশ।
৩.সীমান্তবর্তী দেশ কোনগুলো?
-বাংলাদেশ, চীন, থাইল্যান্ড, ভারত এবং লাওস।
৪.মিয়ানমারের প্রবেশপথ কোন স্থান?
-ইয়াঙ্গুন।
৫.প্রথম প্রেসিডেন্টের নাম কী?
-সাও সোয়ে থেইক।
৬.প্রেসিডেন্টের মেয়াদকাল কত?
-৫ বছর।
৭.মিয়ানমারে কবে কোন সামরিক জান্তা ক্ষমতা দখল করে?
-২ মার্চ ১৯৬২।
৮.মিয়ানমারে কবে কোন সামরিক জান্তা প্রথম নির্বাচন দেয়?
-২৭ মে ১৯৯০।
৯.ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কবে প্রতিষ্ঠিত হয়?
-২৭ সেপ্টেম্বর ১৯৮৮।
১০.সর্বশেষ সামরিক জান্তার প্রধান কে ছিলেন?
-জেনারেল থান শোয়ে।
১১.২০০৭ সালে মিয়ানমারে বৌদ্ধ ভিক্ষুর আন্দোলন কী নামে পরিচিত?
-জাফরানি বিপ্লব।
১২.মিয়ানমারের জনক কে?
-অং সান।
১৩.রোহিঙ্গা মুসলিম শরণার্থী কোন দেশের অধিবাসী?
-মিয়ানমারের রাখাইন প্রদেশের।
১৪.রোহিঙ্গা কারা?
-মিয়ানমারের একটি জাতিগোষ্ঠী।
১৫.শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়?
-ইয়াঙ্গুন।
১৬.মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা?
-বাংলাদেশ-মিয়ানমার।
মালয়েশিয়া
১.জাতীয় ভাষা কী?
-মালয়।
২.মালয়েশিয়ার স্বাধীনতার জনক কে?
-টেংকু আবদুল রহমান।
৩.প্রথম রাজা কে?
-টেংকু আবদুল রহমান ।
৪.প্রথম প্রধানমন্ত্রী কে?
-টেংকু আবদুল রহমান।
৫.বিমান সংস্থার নাম কী?
-মালয়েশিয়া এয়ারলাইন্স।