Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#5350
১.২০২০ সালে কোন দেশ হাইপারসনিক যুগে প্রবেশ করে?
-ভারত।
২.Type 054A/P মাল্টিরোল ফ্রিগেট কোন দেশের তৈরি?
-চীন।
৩.ইরাকে মোতায়েনকৃত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি?
-যুক্তরাষ্ট্র।
৪.যুক্তরাষ্ট্র ইরাকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয় কবে?
-২০২০ সালে।
৫.প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কী?
-প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য।
৬.১ আগস্ট ২০২০ কোন দেশ আরব উপদ্বীপের প্রথম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করে?
-সংযুক্ত আরব আমিরাত।
৭.সংযুক্ত আরব আমিরাতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কী?
-বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
৮.বারাকা শব্দের অর্থ কী?
-আশীর্বাদ।
৯.বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয় কবে?
-১৯ জুলাই ২০১২।
১০.বারাকা পরমাণু শক্তি কেন্দ্র নির্মাণে কোন দেশ প্রযুক্তি সহায়তা দেয়?
-দক্ষিণ কোরিয়া।
১১.ভারতের তিন বাহিনী তথা সশস্ত্র বাহিনীর কাজের সমন্বয়ের লক্ষ্যে চিফ অব ডিফেন্স স্টাঢ পদ সৃষ্টি করা হয় কবে?
-২৪ ডিসেম্বর ২০১৯।
১২.জুলফাঘর বশির ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি?
-ইরান।
১৩.৭ অক্টোবর ২০২০ রাশিয়া ব্যারেন্টস সাগরে কোন ক্ষেপণাস্ত্র এর পরীক্ষা চালায়?
-হাইপারসনিক ক্রজ।
১৪.রাশিয়া প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অ্যাভানগার্ড এর পরীক্ষা চালানো হয় কবে?
-২৬ ডিসেম্বর ২০১৮।
১৫.কারাকাল রোবট কীসের নামে নামকরণ করা হয়?
-ইরানের এক প্রকার বন্য বিড়ালের নামে।
১৬.সামরিক রোবট কারাকাল কোন দেশের তৈরি?
-ইরান।
১৭.ভারতের রাফাল বিমানের প্রথম চালান ভারতের কোন ঘাটিতে আসে?
-হরিয়ানায় অবস্থিত আম্বালা ঘাটি।
১৮.৫ নভেম্বর ২০২০ নেপাল কোন দেশের সেনাপ্রধানকে নেপালের সেনাবাহিনীর সম্মান সূচক জেনারেল পদকে ভূষিত করেন?
-ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভান কে।
১৯.আল আসাদ ও ইরবিল সামরিক ঘাটি কোথায় অবস্থিত?
-ইরাকে।
২০.কবে কোন দেশ মিয়ানমারেকে সাবমেরিন হস্তান্তর করে?
-১৫ অক্টোবর ২০২০, ভারত।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    486 Views
    by masum
    0 Replies 
    141 Views
    by shanta
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]