- Tue Jan 05, 2021 10:53 am#5323
১.যুক্তরাষ্ট্র হংকং এর বিশেষ বাণিজ্য সুবিধা বাতিল করে কবে?
-১৪ জুলাই ২০২০।
২.যুক্তরাষ্ট্র হংকং এর বিশেষ বাণিজ্য সুবিধা বাতিল করে কোন কারণে?
-চীন কর্তৃক নতুন নিরাপত্তা আইন জারির মাধ্যমে হংকংয়ের স্বাধীনতা ছিনিয়ে নেয়ায়।
৩.ইউরো মুদ্রা চালু করতে চূড়ান্ত ধাপ কোনটি?
-Exchange Rate Mechanism 2.
৪.২০২০ সালে ইউরোমুদ্রাভুক্ত হওয়ার সুযোগ লাভ করে পূর্ব ইউরোপের কোন দুটি দেশ?
-বুলগেরিয়া ও ক্রোয়েশিয়া।
৫.সব কার্যক্রম সন্তোষজনক হলে কত সালে বুলগেরিয়া ও ক্রোয়েশিয়া ইউরোভুক্ত হবে?
-২০২৩ সালে।
৬.ইউরো মুদ্রা বর্তমানে চালু রয়েছে কতটি দেশে?
-২৫টি দেশে।
৭.ইউরো ভুক্ত কতটি দেশ ইউরো মুদ্রা চালু নেই?
-৮টি দেশে।
৮.ইউরো মুদ্রা চালু রয়েছে এমন ইউরো বহির্ভুত দেশগুলো কী কী?
-এন্ডোরা, মোনাকো, সানম্যারিনো, কসোভো, মন্টিনিগ্রো ও ভ্যাটিকান সিটি।
৯.চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধ শুরু হয় কবে থেকে?
-মার্চ ২০১৮ থেকে।
১০.বাণিজ্য যুদ্ধের পর চীন-মার্কিন বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
-১৫ জানুয়ারি ২০২০।
১১.২০২০ কোন আরবদেশ বিদেশী নাগরিকদের সেদশে ব্যবসায় শতভাগ মালিকানার অনুমতি দেয়?
-সংযুক্ত আরব আমিরাত।
১২.৩ মার্চ ২০২০ ব্লমব্রিজ এর রিপোর্ট অনুযায়ী আফ্রিকার বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি?
-নাইজেরিয়া।
১৩.২০০০ সালের পর ইউরো এর সবচেয়ে দীর্ঘস্থায়ী বৈঠক কোনটি?
-১৭-২১ জুলাই ২০২০।
১৪.করোনাকালে ঝিমিয়ে পড়া অর্থনীতি চাঙ্গা করতে ব্রাসেলস ম্যারাথন বৈঠকে কত ইউরোর চুক্তি স্বাক্ষরিত হয়?
-৭৫০ বিলিয়ন ইউরো ।
১৫.স্বর্ণ মজুদে বিশ্বের শীর্ষদেশ কোনটি?
-যুক্তরাষ্ট্র।
১৬.স্বর্ণ উৎপাদনে বিশ্বের শীর্ষদেশ কোনটি?
-চীন ।
১৭.ইতিহাসে প্রথম বারের মতো স্বর্ণের দাম ২০০০ ডলার অতিক্রম করে কবে?
-৪ আগস্ট ২০২০।
১৮.ইথিওপিয়ার প্রথম ইসলামী ব্যাংক কোনটি?
-জমজম ব্যাংক।
১৯.সার্বিয়া কসোভো অর্থনৈতিক চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
-৪ সেপ্টেম্বর ২০২০।
২০.সার্বিয়া-কসোভো চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
-যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে।
-১৪ জুলাই ২০২০।
২.যুক্তরাষ্ট্র হংকং এর বিশেষ বাণিজ্য সুবিধা বাতিল করে কোন কারণে?
-চীন কর্তৃক নতুন নিরাপত্তা আইন জারির মাধ্যমে হংকংয়ের স্বাধীনতা ছিনিয়ে নেয়ায়।
৩.ইউরো মুদ্রা চালু করতে চূড়ান্ত ধাপ কোনটি?
-Exchange Rate Mechanism 2.
৪.২০২০ সালে ইউরোমুদ্রাভুক্ত হওয়ার সুযোগ লাভ করে পূর্ব ইউরোপের কোন দুটি দেশ?
-বুলগেরিয়া ও ক্রোয়েশিয়া।
৫.সব কার্যক্রম সন্তোষজনক হলে কত সালে বুলগেরিয়া ও ক্রোয়েশিয়া ইউরোভুক্ত হবে?
-২০২৩ সালে।
৬.ইউরো মুদ্রা বর্তমানে চালু রয়েছে কতটি দেশে?
-২৫টি দেশে।
৭.ইউরো ভুক্ত কতটি দেশ ইউরো মুদ্রা চালু নেই?
-৮টি দেশে।
৮.ইউরো মুদ্রা চালু রয়েছে এমন ইউরো বহির্ভুত দেশগুলো কী কী?
-এন্ডোরা, মোনাকো, সানম্যারিনো, কসোভো, মন্টিনিগ্রো ও ভ্যাটিকান সিটি।
৯.চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধ শুরু হয় কবে থেকে?
-মার্চ ২০১৮ থেকে।
১০.বাণিজ্য যুদ্ধের পর চীন-মার্কিন বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
-১৫ জানুয়ারি ২০২০।
১১.২০২০ কোন আরবদেশ বিদেশী নাগরিকদের সেদশে ব্যবসায় শতভাগ মালিকানার অনুমতি দেয়?
-সংযুক্ত আরব আমিরাত।
১২.৩ মার্চ ২০২০ ব্লমব্রিজ এর রিপোর্ট অনুযায়ী আফ্রিকার বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি?
-নাইজেরিয়া।
১৩.২০০০ সালের পর ইউরো এর সবচেয়ে দীর্ঘস্থায়ী বৈঠক কোনটি?
-১৭-২১ জুলাই ২০২০।
১৪.করোনাকালে ঝিমিয়ে পড়া অর্থনীতি চাঙ্গা করতে ব্রাসেলস ম্যারাথন বৈঠকে কত ইউরোর চুক্তি স্বাক্ষরিত হয়?
-৭৫০ বিলিয়ন ইউরো ।
১৫.স্বর্ণ মজুদে বিশ্বের শীর্ষদেশ কোনটি?
-যুক্তরাষ্ট্র।
১৬.স্বর্ণ উৎপাদনে বিশ্বের শীর্ষদেশ কোনটি?
-চীন ।
১৭.ইতিহাসে প্রথম বারের মতো স্বর্ণের দাম ২০০০ ডলার অতিক্রম করে কবে?
-৪ আগস্ট ২০২০।
১৮.ইথিওপিয়ার প্রথম ইসলামী ব্যাংক কোনটি?
-জমজম ব্যাংক।
১৯.সার্বিয়া কসোভো অর্থনৈতিক চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
-৪ সেপ্টেম্বর ২০২০।
২০.সার্বিয়া-কসোভো চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
-যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে।