Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#5320
১.লোকসংখ্যায় বিশ্বের বৃহত্তম শহর কোনটি?
-টোকিও (জাপান)।
২.কিয়োটো কোন দেশের প্রাচীন শহর?
-জাপানের।
৩.জাপানের কোন শহর প্রাচ্যের ম্যানচেস্টার হিসেবে খ্যাত?
-ওসাকা।
৪.ওসাকাকে জাপানের ম্যানচেস্টার বলা হয় কেন?
-বস্ত্রশিল্পের প্রধান কেন্দ্র বলে।
৫.প্রাচ্যের গ্রেট ব্রিটেন বলা হয় কাকে?
-জাপানকে।
৬.জাপানের জাতীয় খেলার নাম কী?
-সুমো এবং জুডো।
৭.জাপানের জাতীয় প্রতীক কী?
-চন্দ্রমল্লিকা।
৮.জাপানের জাতীয় ফুল কী?
-ক্রিসেনথিমাম।
৯.প্রাচ্যের দেশগুলোর মধ্যে কোন দেশে প্রথম সূর্য উদিত হয়?
-জাপানে।
১০.সূর্যোদয়ের দেশ বলা হয় কাকে?
-জাপানকে।
১১.ভূমিকম্প এবং অগ্ন্যূপাত কোন দেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য?
-জাপান।
১২.জাপানের সর্বোচ্চ শৃঙ্গ এর নাম কী?
-ফুজিয়ামা।
১৩.জাপানের জাতীয় পোশাক কী?
-কিমানো।
১৪.এভারেস্ট বিজয়ী প্রথম জাপানি মহিলা কে?
-জুনকো তাবেই।
১৫.জাপানের প্রধান চারটি দ্বীপ কী কী?
-হোক্কাইডো, হনসু, শিকোকু ও কিউসু।
১৬.জাপানের বৃহত্তম দ্বীপ কোনটি?
-হনসু।
১৭.কোন প্রণালী জাপান থেকে দক্ষিণ কোরিয়াকে পৃথক করেছে?
-কোরিয়া প্রণালী।
১৮.জাপানি ভাষায় জাপানের নাম কী?
-নিপ্পন বা নিহোন।
১৯.জাপানের একমাত্র গণসম্প্রচার সংস্থার নাম কী?
-নিপ্পন হোসো কিয়োকোই ।
২০.কোন দেশে প্রথম আণবিক বোমা ফেলা হয়?
-জাপান।
২১.পৃথিবীতে সর্বোচ্চ গড় আয়ুর দেশ কোনটি?
-জাপান।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2488 Views
    by tamim
    0 Replies 
    2004 Views
    by raja
    0 Replies 
    1937 Views
    by mousumi
    0 Replies 
    2410 Views
    by kajol
    0 Replies 
    2058 Views
    by raihan

    ১.বাংলাদেশে কত প্রজাতির ইলিশ মাছ পাওয়া যায়? বাংল[…]

    ১.এক কোটিতে কত মিলিয়ন হয়?-উঃ ১০ মিলিয়ন। ২. ৫০ ট[…]