- Sun Jan 03, 2021 11:27 am#5273
১.আম্পান কী?
-ঘূর্ণিঝড়।
২.দক্ষিণ বঙ্গোপসাগরে আম্পান সৃষ্টি হয় কবে?
-১৪ মে ২০২০ সালে।
৩.আম্পান ভারত ও বাংলাদেশে আঘাত হানে কবে?
-২০ মে ২০২০।
৪.আম্পানের নামকরণ করে কোন দেশ?
-থাইল্যান্ড।
৫.থাই ভাষায় আম্পান শব্দের অর্থ কী?
-স্বাধীন চিত্ত, শক্তি ও দৃঢ়তা।
৬.ঘূর্নিঝড় নিসর্গ ভারতে আঘাত হানে কবে?
-৩ জুন ২০২০।
৭.২০২০ সালের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় কোনটি?
-টাইফুন ‘গনি’।
৮.টাইফুন গনি কোন দেশে আঘাত হানে?
-ফিলিপাইন।
৯.হারিকেন ইটা কোন অঞ্চলে আঘাত হানে?
-ক্যারিবিয়ান অঞ্চলে।
১০.২০২০ সাএলে সৃষ্ট প্রথম ঘূর্ণিঝড় কোনটি?
-ব্লাক।
১১.ঘূর্ণিঝড় ব্লাক কোন দেশে আঘাত স্থানে?
-পশ্চিম অস্ট্রেলিয়া।
১২.মে ২০২০ ফিলিপাইন, পালাউ ও তাইওয়ানে আঘাত হানা ঘূর্ণিঝড়ের নাম কী?
-টাইফুন ভংফং।
১৩.১-১১ এপ্রিল ওশেনিয়া অঞ্চলে তান্ডব চালানো ঘূর্ণিঝড়ের নাম কী?
-হেরাল্ড।
১৪.হারিকেন লরা যুক্তরাষ্ট্রে কবে আঘাত হানে?
-২৭ আগস্ট ২০২০।
১৫.বর্তমানে ঘূর্ণিঝড়ের নামকরণ করে কারা?
-বিশ্ব আবহাওয়া সংস্থার পাঁচটি আঞ্চলিক কমিটি।
১৬.PTC কবে উত্তর ভারত মহাসাগর তথা বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্ট ঘুর্ণিঝড়গুলোর নামকরণ নিয়ে ঐক্যমতে পৌঁছে?
-২০০৪ সালে।
১৭.২০০৪ সালে পিটিসি এর আটটি সদস্য দেশ কতটি ঝড়ের নামকরণ করে?
-৬৪টি।
১৮.পিটিসি এর সদস্য দেশ কতটি?
-১৩টি।
১৯.২৮ এপ্রিল ২০২০ মোট কতটি ঝড়ের সামকরণ করা হয়?
-১৬৯টি।
২০.বাংলাদেশে এ পর্যন্ত কতটি ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে?
-২১টি।
-ঘূর্ণিঝড়।
২.দক্ষিণ বঙ্গোপসাগরে আম্পান সৃষ্টি হয় কবে?
-১৪ মে ২০২০ সালে।
৩.আম্পান ভারত ও বাংলাদেশে আঘাত হানে কবে?
-২০ মে ২০২০।
৪.আম্পানের নামকরণ করে কোন দেশ?
-থাইল্যান্ড।
৫.থাই ভাষায় আম্পান শব্দের অর্থ কী?
-স্বাধীন চিত্ত, শক্তি ও দৃঢ়তা।
৬.ঘূর্নিঝড় নিসর্গ ভারতে আঘাত হানে কবে?
-৩ জুন ২০২০।
৭.২০২০ সালের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় কোনটি?
-টাইফুন ‘গনি’।
৮.টাইফুন গনি কোন দেশে আঘাত হানে?
-ফিলিপাইন।
৯.হারিকেন ইটা কোন অঞ্চলে আঘাত হানে?
-ক্যারিবিয়ান অঞ্চলে।
১০.২০২০ সাএলে সৃষ্ট প্রথম ঘূর্ণিঝড় কোনটি?
-ব্লাক।
১১.ঘূর্ণিঝড় ব্লাক কোন দেশে আঘাত স্থানে?
-পশ্চিম অস্ট্রেলিয়া।
১২.মে ২০২০ ফিলিপাইন, পালাউ ও তাইওয়ানে আঘাত হানা ঘূর্ণিঝড়ের নাম কী?
-টাইফুন ভংফং।
১৩.১-১১ এপ্রিল ওশেনিয়া অঞ্চলে তান্ডব চালানো ঘূর্ণিঝড়ের নাম কী?
-হেরাল্ড।
১৪.হারিকেন লরা যুক্তরাষ্ট্রে কবে আঘাত হানে?
-২৭ আগস্ট ২০২০।
১৫.বর্তমানে ঘূর্ণিঝড়ের নামকরণ করে কারা?
-বিশ্ব আবহাওয়া সংস্থার পাঁচটি আঞ্চলিক কমিটি।
১৬.PTC কবে উত্তর ভারত মহাসাগর তথা বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্ট ঘুর্ণিঝড়গুলোর নামকরণ নিয়ে ঐক্যমতে পৌঁছে?
-২০০৪ সালে।
১৭.২০০৪ সালে পিটিসি এর আটটি সদস্য দেশ কতটি ঝড়ের নামকরণ করে?
-৬৪টি।
১৮.পিটিসি এর সদস্য দেশ কতটি?
-১৩টি।
১৯.২৮ এপ্রিল ২০২০ মোট কতটি ঝড়ের সামকরণ করা হয়?
-১৬৯টি।
২০.বাংলাদেশে এ পর্যন্ত কতটি ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে?
-২১টি।