- Sun Jan 03, 2021 9:19 am#5266
ইরাক
১.ইরাকের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
-সেন্ট্রাল ব্যাংক অব ইরাক।
২.প্রধান নদীগুলোর নাম কী?
-ইউফ্রেটিস, টাইগ্রিস, শাত আল আরব, লিটর, জ্যাব, ডিয়ালা প্রভৃতি।
৩.বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেন কে?
-আব্বাসীয় খলিফা আবু জাফর আল মনসুর।
৪.বাগদাদ স্থাপিত হয় কত সালে?
-৩০ জুলাই ৭৬২।
৫.ইরাক-ইরান যুদ্ধ হয় কখন?
-২২ সেপ্টেম্বর ১৯৮০-২০ আগস্ট ১৯৮৮।
৬.ইরাক-ইরান যুদ্ধের প্রধান কারণ কী?
-শাত আল আরব নদীর জলসীমা ভাগাভাগি নিয়ে বিরোধের জন্য।
৭.ইরাক কুয়েত দকল করে নিয়েছিল কবে?
-২ আগস্ট ১৯৯০ সালে।
৮.প্রথম উপসাগরীয় যুদ্ধ সংগঠিত হয় কবে?
-২ আগস্ট ১৯৯০-২৮ ফেব্রুয়ারি ১৯৯১।
৯.উপসাগরীয় যুদ্ধে মিত্রবাহিনী কবে ইরাকের ওপর বিমান হামলা চালায়?
-১ জানুয়ারি ১৯৯১।
১০.ইরাক জাতিসংঘের সকল শর্ত মেনে কুয়েত থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেয় কবে?
-৫ মার্চ ১৯৯১।
১১.অপারেশন ডেজার্ট স্টর্ম বা শেইল্ড কি?
-১৯৯১ সালে বহুজাতিক বাহিনী কর্তৃক ইরাকের বিরূদ্ধে পরিচালিত হামলা।
১২.অপারেশন ইরাকি ফ্রিডম কী?
-২০০৩ সালে ইঙ্গ মার্কিন হামলার সংকেতিক নাম ।
১৩.ইরাকে মোট প্রদেশ সংখ্যা কতটি?
-১৮টি।
১৪.ইরাক ও ইরানকে পৃথক করেছে কোন নদী?
-শাত আল আরব নদী।
১৫.ইরাক জাতিসংঘের সদস্যপদ লাভ করে কবে?
-২১ ডিসেম্বর ১৯৪৫ সালে।
১৬.মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক আক্রমণ করে কবে?
-২০ মার্চ ২০০৩।
১৭.ইরাক যুদ্ধের সময়কাল কত?
-২০ মার্চ ২০০৩-১৮ ডিসেম্বর ২০১১।
১৮.ইরাকের প্রথম বাদশাহ কে?
-প্রথম ফয়সল।
১৯.ইরাকের দ্বিতীয় বাদশাহ কে?
-গাজী।
২০.ইরাকের তৃতীয় ও সর্বশেষ বাদশাহ কে?
-দ্বিতীয় ফয়সল।
২১.ইরাকে রাজতন্ত্রের অবসান হয় কবে?
-১৪ জুলাই ১৯৫৮ সালে।
১.ইরাকের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
-সেন্ট্রাল ব্যাংক অব ইরাক।
২.প্রধান নদীগুলোর নাম কী?
-ইউফ্রেটিস, টাইগ্রিস, শাত আল আরব, লিটর, জ্যাব, ডিয়ালা প্রভৃতি।
৩.বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেন কে?
-আব্বাসীয় খলিফা আবু জাফর আল মনসুর।
৪.বাগদাদ স্থাপিত হয় কত সালে?
-৩০ জুলাই ৭৬২।
৫.ইরাক-ইরান যুদ্ধ হয় কখন?
-২২ সেপ্টেম্বর ১৯৮০-২০ আগস্ট ১৯৮৮।
৬.ইরাক-ইরান যুদ্ধের প্রধান কারণ কী?
-শাত আল আরব নদীর জলসীমা ভাগাভাগি নিয়ে বিরোধের জন্য।
৭.ইরাক কুয়েত দকল করে নিয়েছিল কবে?
-২ আগস্ট ১৯৯০ সালে।
৮.প্রথম উপসাগরীয় যুদ্ধ সংগঠিত হয় কবে?
-২ আগস্ট ১৯৯০-২৮ ফেব্রুয়ারি ১৯৯১।
৯.উপসাগরীয় যুদ্ধে মিত্রবাহিনী কবে ইরাকের ওপর বিমান হামলা চালায়?
-১ জানুয়ারি ১৯৯১।
১০.ইরাক জাতিসংঘের সকল শর্ত মেনে কুয়েত থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেয় কবে?
-৫ মার্চ ১৯৯১।
১১.অপারেশন ডেজার্ট স্টর্ম বা শেইল্ড কি?
-১৯৯১ সালে বহুজাতিক বাহিনী কর্তৃক ইরাকের বিরূদ্ধে পরিচালিত হামলা।
১২.অপারেশন ইরাকি ফ্রিডম কী?
-২০০৩ সালে ইঙ্গ মার্কিন হামলার সংকেতিক নাম ।
১৩.ইরাকে মোট প্রদেশ সংখ্যা কতটি?
-১৮টি।
১৪.ইরাক ও ইরানকে পৃথক করেছে কোন নদী?
-শাত আল আরব নদী।
১৫.ইরাক জাতিসংঘের সদস্যপদ লাভ করে কবে?
-২১ ডিসেম্বর ১৯৪৫ সালে।
১৬.মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক আক্রমণ করে কবে?
-২০ মার্চ ২০০৩।
১৭.ইরাক যুদ্ধের সময়কাল কত?
-২০ মার্চ ২০০৩-১৮ ডিসেম্বর ২০১১।
১৮.ইরাকের প্রথম বাদশাহ কে?
-প্রথম ফয়সল।
১৯.ইরাকের দ্বিতীয় বাদশাহ কে?
-গাজী।
২০.ইরাকের তৃতীয় ও সর্বশেষ বাদশাহ কে?
-দ্বিতীয় ফয়সল।
২১.ইরাকে রাজতন্ত্রের অবসান হয় কবে?
-১৪ জুলাই ১৯৫৮ সালে।