Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#5247
১.জাতিসংঘের সনদ গৃহীত হয় কত সালে?
-২৫ এপ্রিল -২৬ জুন ১৯৪৫।
২.জাতিসংঘ সনদ কার্যকরী হয় কত সালে?
-২৪ অক্টোবর ১৯৪৫।
৩.প্রতিবছর জাতিসংঘ দিবস পালিত হয় কত তারিখে?
-২৪ অক্টোবর।
৪.২৬ জুন ১৯৪৫ সালে জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও প্রতিষ্ঠার সময় জাতিসংঘের সদস্যভুক্ত হয় কোন দেশ?
-পোল্যান্ড।
৫.জাতিসংঘ সনদ পাস ও স্বাক্ষর করে কতটি দেশ
-৫০টি দেশ।
৬.সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কত সালে?
-২৩ অক্টোবর – ১৬ ডিসেম্বর ১৯৪৬।
৭.জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়?
-লন্ডনের ওয়েস্টমিনস্টার হলে।
৮.সাধারণ পরিষদের বার্ষিক নিয়মিত অধিবেশন শুরু হয় –
-প্রতিবছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।
৯.সাধারন পরিষদের সভাপতি নির্বাচিত হন কয় বছর মেয়াদে?
-একবছর।
১০.সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন কাদের ভোটে?
-সংখ্যাগোরিষ্ঠ সদস্যের।
১১.নিরাপত্তা পরিষদের সভাপতি নির্বাচিত হয় কত সময়ের জন্য?
-১ মাসের জন্য।
১২.নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় কত বছরের জন্য?
-২ বছরের জন্য।
১৩.নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত গ্রহণের জন্য কমপক্ষে সম্মতি প্রয়োজন –
-৫টি স্থায়ী সদস্যরাষ্ট্রসহ অতিরিক্ত ৪টি রাষ্ট্রের।
১৪.নিরাপত্তা পরিষদের অধিবেশন জাতিসংঘের সদর দপ্তর ছাড়া অন্যত্র অনুষ্ঠিত হয়েছিল কত বার?
-দুইবার।
১৫.জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা কত?
-৫৪টি।
১৬.অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যরা নির্বাচিত হন কয় বছরের জন্য?
-৩ বছরের জন্য।
১৭.অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন বছরে কয়বার অনুষ্ঠিত হয়?
-২ বার।
১৮.আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত?
-হেগ, নেদারল্যান্ড।
১৯.আন্তর্জাতিক বিচারালয়ের বিচারকের সংখ্যা কত?
-১৫ জন।
২০.আন্তর্জাতিক আদালতের সভাপতি নির্বাচিত হন কত বছর মেয়াদে?
-৩ বছর।
    InterServer Web Hosting and VPS

    বেপজা পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ[…]

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি […]

    বিডিচাকরি তে একজন কনটেন্ট ম্যানেজার আবশ্যক […]

    Career Opportunity Wealth Champ Internati[…]