Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#5241
ইরান
১.ইসলামী প্রজাতন্ত্র গঠিত হয় কবে?
-১ এপ্রিল ১৯৭৯ সালে।
২.কার পতনের মাধ্যমে ইসলামী বিপ্লব ঘটে?
-মোহাম্মদ রেজা পাহলভি।
৩.ইসলামী বিপ্লবের অগ্রনায়ক কে?
-আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি।
৪.বর্তমান বা সর্বশেষ সংবিধান গৃহীত হয় কবে?
-২৪ অক্টোবর ১৯৭৯।
৫.ইরানের পূর্ব নাম কী ছিল?
-পারস্য।
৬.ইরানের প্রথম প্রেসিডেন্ট কে?
-আবুল হাসান বনি সদর।
৭.প্রেসিডেন্টের মেয়াদকাল কত বছর?
-৪ বছর।
৮.ইরান ও আরব আমিরাতের মধ্যে দ্বন্দ্ব কোন দ্বীপ নিয়ে?
-আবু মুসা দ্বীপ।
৯.ইরানের সবচেয়ে ক্ষমতাধর প্রতিষ্ঠানের নাম কী?
-গার্ডিয়ান কাউন্সিল।
১০. ইরানের সকল নির্বাচনের আয়োজন করেন কে?
-স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
১১.সশস্ত্র বাহিনী কয়টি ধারায় বিভক্ত?
-২টি।
১২.রেভ্যুলিউশনারি গার্ড কবে গঠন করা হয়?
-১৯৭৯ সালে।
১৩.প্রদেশ কতটি?
-৩১টি।
১৪.ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয় কবে?
-১৯৮০ সালে।
১৫.১৯৭৯ সালের পর থেকেই কোন দেশ ইরানের অভ্যন্তরে আমেরিকার স্বার্থ দেখাশোনা করে আসছে?
-সুইজারল্যান্ড।
১৬.ইরানে মার্কিন দূতাবাসের সময়কাল কত?
-সংকট শুরু ৪ নভেম্বর ১৯৭৯ এবং সমাধান ২০ জানুয়ারি ১৯৮১।
১৭.ইসলামী বিপ্লবের রক্ষক বা স্তম্ভ কোন বাহিনী?
-রেভ্যুলিউশনারি গার্ড।
১৮.ইরানের সর্বশেষ প্রধানমন্ত্রী কে?
-মীর হোসাইন মুসাভী।
১৯.ইরানের প্রধানমন্ত্রী পদ বিলুপ্ত করা হয় কবে?
-১৯৮৯ সালে।
২০. ইরানের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী?
-মির্জা নাসরুল্লাহ খান।
২১.ইরান কবে নিউক্লিয়ার রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করে?
-১৯৫৯ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    575 Views
    by shahan
    0 Replies 
    562 Views
    by kajol
    0 Replies 
    468 Views
    by romen
    0 Replies 
    377 Views
    by tumpa
    0 Replies 
    450 Views
    by shahan

     হোয়াংহো নদী কোথায় অবস্থিত?-উঃ চীন।  হোয়াংহো[…]

    ২৬. রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে কোথায়?-[…]

     উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমা[…]

     শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা কে?-উঃ কায়কোব[…]