Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#5219
১.জাতিসংঘ গঠনের প্রস্তাবক ছিলেন কে?
-মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।
২.জাতিসংঘ গঠন সংক্রান্ত লন্ডন ঘোষণা স্বাক্ষরিত হয় কত সালে?
-১২ জুন ১৯৪১।
৩.জাতিসংঘ গঠন সংক্রান্ত আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় কত সালে?
-১৪ আগস্ট ১৯৪১।
৪.জাতিসংঘ গঠন সংক্রান্ত ওয়াশিংটন ঘোষণা স্বাক্ষরিত হয় কত সালে?
-১ জানুয়ারি ১৯৪২ সালে।
৫.জাতিসংঘের নামকরণ করেন কে?
-মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট।
৬.জাতিসংঘের খসড়া সনদ প্রণয়ন করা হয় কত সালে?
-১৯৪৪ সালে।
৭.জাতিসংঘ গঠনের উদ্দেশ্যে ১৯৪৩ খ্রি. সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
-ইরানের রাজধানী তেহরানে।
৮.জাতিসংঘের গঠন প্রস্তাব গৃহীত হয় কত সালে?
-১৯৪৪ সালে।
৯.জাতিসংঘেরন প্রস্তাব গ্রহণকারী দেশসমূহ কী কী?
-চীন, সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
১০.জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কত সালে?
-২৬ জুন ১৯৪৫ সালে ।
১১.জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?
-দক্ষিণ সুদান ।
১২.জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?
-১৯৩টি।
১৩.জাতিসংঘের বর্তমান মহাসচিব কে?
-অ্যান্টোনিও গুতেরেস (পর্তুগাল)।
১৪.জাতিসংঘের প্রথম মহাসচিব কে?
-ট্রাইগভে লাই (নরওয়ে)।
১৫.জাতিসংঘের মহাসচিবের মেয়াদকাল কত বছর?
-৫ বছর।
১৬.জাতিসংঘ সচিবালয়ের প্রধানকে কী বলা হয়?
-মহাসচিব।
১৭.জাতিসংঘ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কত সালে?
-১৯৭৩ সালে টোকিওতে।
১৮.জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় কোথায় অবস্থিত?
-জেনভা, সুইজারল্যান্ড।
১৯.বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে?
-১৭ সেপ্টেম্বর ১৯৭৪।
২০.জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা কত?
-২টি।
২১.বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
-১৩৬ তম।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2608 Views
    by shahan
    0 Replies 
    3121 Views
    by kajol
    0 Replies 
    2653 Views
    by romen
    0 Replies 
    1768 Views
    by shahan
    0 Replies 
    3626 Views
    by rafique

    প্রসারিত-- সংকুচিত প্রকাশ্য-- গোপনীয়/অপ্রকাশ্য/প্[…]

    প্রতিকূল-- অনুকূল প্রকাশ্যে-- নেপথ্যে প্রায়শ-- কদ[…]

    নামা-- ওঠা নিশ্চয়তা-- অনিশ্চয়তা নিন্দুক/নিন্দক--[…]

    নাবালক-- সাবালক নীরস-- সরস নিন্দা-- প্রশংসা নিরবকা[…]