Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#5214
ইন্দোনেশিয়া
১.ইন্দোনেশিয়া কবে জাতিসংঘের সদস্য পদ ত্যাগ করেছিল?
-২০ জানুয়ারি ১৯৬৫।
২.ফ্রি আচেহ মুভমেন্ট এর প্রতিষ্ঠাতা কে?
-হাসান ডি তিরো।
৩.আচেহ প্রদেশের স্বাধীনতাকামী সংগঠনের নাম কী?
-ফ্রি আচেহ মুভমেন্ট।
৪.ইন্দোনেশিয়া কত বছর ডাচ আইনে পরিচালিত হয়?
-৩৫০ বছর।
৫.মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মধ্যে বিরোধপূর্ণ দ্বীপগুলোর নাম কী?
-লিজিটান ও সিপাডান।
৬.বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ কোনটি?
-ইন্দোনেশিয়া।
৭.ইন্দোনেশিয়া কতগুলো দ্বীপ নিয়ে গঠিত?
-১৭,৫০৮টি।
৮.ইন্দোনেশিয়ার কোন দ্বীপ পর্যটকদের স্বর্গভূমি হিসেবে খ্যাত?
-বালি দ্বীপ।
৯.বর্তমানে ইন্দোনেশিয়ার প্রদেশ কয়টি?
-৩৩টি।
১০.ইন্দোনেশিয়ার কোন দ্বীপকে মসলা দ্বীপ বলা হয়?
-লোমবক দ্বীপকে।
১১.জনসংখ্যাং মুসলিম বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি?
-ইন্দোনেশিয়া।
১২.ইন্দোনেশিয়ার জাতীয় বিমান সংস্থার নাম কী?
-গারুদা।
১৩.পশ্চিম তিমুরের বর্তমান অবস্থান কি?
-ইন্দোনেশিয়ান পূর্ব নুসা তেঙ্গারা রাজ্যের অংশ।
১৪.ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্টের নাম কী?
-ড. আহমদ সুকর্ন।
১৫.পাপুয়া প্রদেশের স্বাধীনতাকামী সংগঠনের নাম কী?
-ফ্রি পাপুয়া মুভমেন্ট।
১৬.কে পাপুয়ার স্বাধীনতা ঘোষণা করে?
-জুতোয়ে।
১৭.কত সালে পাপুয়ার স্বাধীনতা ঘোষণা করা হয়?
-১ জুলাই ১৯৭১।
১৮.পাপুয়া প্রদেশের রাজধানীর নাম কী?
-জয়াপুরা।
১৯.ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
-ব্যাংক ইন্দোনেশিয়া।
২০.সরকারি সংবাদ সংস্থার নাম কী?
-আনতারা ।
২১.ইন্দোনেশিয়ার বিচ্ছিন্নতাবাদী সংগঠন দ্য রিপাবলিক অব সাউথ মালাক্কাস কবে গঠিত হয়?
-২৫ এপ্রিল ১৯৫০।
    InterServer Web Hosting and VPS

    বেপজা পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ[…]

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি […]

    বিডিচাকরি তে একজন কনটেন্ট ম্যানেজার আবশ্যক […]

    Career Opportunity Wealth Champ Internati[…]