Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#5175
রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা
১.OPCW এর পূর্ণরূপ কী?
-Organization for the Prohibition of Chemical Weapons.
২. OPCW প্রতিষ্ঠিত হয় কত সালে?
-২৯ এপ্রিল ১৯৯৭ সালে।
৩. OPCW এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
-হেগ, নেদারল্যান্ড।
৪. OPCW এর প্রথম মহাপরিচালক কে?
-জোসে মারিসিও বুস্টানি।
৫. OPCW এর বর্তমান মহাপরিচালক কে?
-ফার্নান্দো আরিয়াজ গঞ্জালেজ (স্পেন)।
৬. OPCW এর সদস্য সংখ্যা কত?
-১৯৩টি।
৭. OPCW এর ১৯৩ তম সদস্য দেশ কোনটি?
-ফিলিস্তিন।
৮.ফিলিস্তিন কত সালে OPCW এর সদস্যপদ লাভ করে?
-১৬ জুন ২০১৮ সালে।

বিশ্ব বাণিজ্য সংস্থা
১.বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট কোনটি?
-বিশ্ব বাণিজ্য সংস্থা।
২.WTO এর পূর্ণরূপ কী?
-World Trade Organization.
৩. WTO স্থাপিত হয় কবে?
-১ জানুয়ারি ১৯৯৫ সালে।
৪. WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
-জেনেভা, সুইজারল্যান্ড।
৫. WTO এর পূর্ব নাম কী?
-GATT
৬. WTO এর মহাপরিচালক কে?
-পিটার সুদারল্যান্ড।
৭. WTO এর বর্তমান সদস্য সংখ্যা কত?
-১৬৪টি।
৮. WTO এর ১৬৪ তম সদস্য দেশ কোনটি?
-আফগানিস্তান।
৯.আফগানিস্তান কত সালে WTO এর সদস্য হয়?
-২৯ জুলাই ২০১৬।
১০.বাংলাদেশ সদস্যপদ লাভ করে কবে?
-১ জানুয়ারি ১৯৯৫।

আন্তর্জাতিক আভিবাসন সংস্থা
১.IOM প্রতিষ্ঠিত হয় কবে?
-৫ ডিসেম্বর ১৯৫১।
২.IMO পূর্নরূপ কী?
-International Organization for Migration.
৩. IMO কবে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা হিসেবে যোগ দেয়?
-১৯ সেপ্টেম্বর ২০১৬।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    13 Views
    by rafique
    0 Replies 
    13 Views
    by masum
    0 Replies 
    17 Views
    by shanta
    0 Replies 
    9 Views
    by rana
    0 Replies 
    10 Views
    by masum

    ১. এক ব্যক্তি তার স্ত্রী চেয়ে ৫ বছরের বড়। তার স্[…]

    ১.বাংলা সাহিত্যের পঠন-পাঠনের সুবিধার জন্য বাংলা সা[…]