Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#5151
আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সি
১.IAEA এর পূর্ণরূপ কী?
-International Atomic Energy Agency.
২. IAEA কত সালে প্রতিষ্ঠিত হয়?
-২৯ জুলাই ১৯৫৭।
৩. IAEA জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় কত সালে?
-১৪ নভেম্বর ১৯৫৭ সালে।
৪. IAEA এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
-ভিয়েনা, অস্ট্রিয়া।
৫. IAEA এর গঠনতন্ত্র কবে অনুমোদিত হয়?
-২৩ অক্টোবর ১৯৫৬ সালে।
৬. IAEA এর প্রধান কে?
-মহাপরিচালক।
৭. IAEA এর মহাপরিচালকের মেয়াদকাল কত?
-৪ বছর।
৮. IAEA এর প্রথম মহাপরিচালক কে?
-ডব্লিউ. স্টার্লিং কোলে।
৯. IAEA এর বর্তমান মহাপরিচালক কে?
-রাফায়েল মারিয়ানো গ্রসি।
১০. IAEA এর বর্তমান সদস্য দেশ কতটি?
-১৭১টি।
১১. IAEA এর ১৭১ তম সদস্য দেশ কোনটি?
-সেন্ট লুসিয়া।

সার্বিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ সংস্থা
১.CTBTO এর পূর্ণরূপ কী?
-Preparatory Commission for the Comprehensive Nuclear-Test-Ban Treaty Organization.
২. CTBTO প্রতিষ্ঠিত হয় কবে?
-১৯ নভেম্বর ১৯৯৬।
৩. CTBTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
-ভিয়েনা, অস্ট্রিয়া।
৪. CTBTO এর প্রথম নির্বাহী সচিব কে?
-উলফ জাং হফম্যান।
৫. CTBTO এর বর্তমান নির্বাহী সচিব কে?
-লাসসিনা জেরবো।
৬. CTBTO এর সদস্য সংখ্যা কত?
-১৮৪টি।
৭. CTBTO এর ১৮৪ তম সদস্য দেশ কোনটি?
-টুভ্যালু ।
৮.টুভ্যালু কত সারে CTBTO এর সদস্যপদ লাভ করে?
-২৫ সেপ্টেম্বর ২০১৮ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    880 Views
    by romen
    0 Replies 
    514 Views
    by rafique
    0 Replies 
    335 Views
    by masum
    0 Replies 
    356 Views
    by shanta
    0 Replies 
    447 Views
    by rana

    • মেঘ থেকে বৃষ্টি হয়। এই বাক্যের মেঘ থেকে কো[…]

    • হে কব, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্ত[…]

     ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থা[…]