- Mon Dec 28, 2020 9:40 am#5123
বিশ্ব আবহাওয়া সংস্থা
১.WMO এর পূর্ণরূপ কী?
-World Meteorological Organization.
২. WMO কত সালে আত্মপ্রকাশ লাভ করে?
-১৫ সেপ্টেম্বর ১৮৭৩।
৩. WMO এর প্রতিষ্ঠাকালীন নাম কি ছিল?
-International Meteorological Organization.
৪.এর নামে পরিবর্তন করে কবে WMO করা হয়?
-২৩ মার্চ ১৯৫০ সালে।
৫. WMO কবে জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে?
-২০ ডিসেম্বর ১৯৫১ সালে।
৬. WMO এর প্রধানের পদবি কী?
-মহাসচিব।
৭. WMO এর প্রথম মহাসচিব কে?
-গুস্তাব সোর্ডবোডা।
৮. WMO এর বর্তমান মহাসচিব কে?
-পেত্তেরি তালাশ।
৯. WMO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
-জেনেভা, সুইজারল্যান্ড।
১০. WMO এর বর্তমান সদস্য দেশ কত?
-১৮৬টি।
১১. WMO এর ১৮৬ তম সদস্য দেশ কোনটি?
-অ্যান্ডোরা।
বিশ্ব পর্যটন সংস্থা
১.UNWTO আত্মপ্রকাশ করে কবে?
-১৯২৫ সালে।
২.WTO এর সংক্ষিপ্ত রূপ UNWTO করা হয় কবে?
-১ ডিসেম্বর ২০০৫ সালে।
৩. UNWTO এর পূর্ণরূপ কী?
-World Tourism Organization.
৪. UNWTO কবে জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে?
-১১ মার্চ ২০০৪।
৫. UNWTO সংস্থার প্রধানকে কী বলে?
-মহাসচিব।
৬. UNWTO এর প্রথম মহাসচিব কে?
-রবার্ট সি. লোনাটি।
৭. UNWTO এর বর্তমান মহাসচিব কে?
-তালেব রাফি।
৮. UNWTO এর সদর দপ্তর কোথায়?
-মাদ্রিদ, স্পেন।
৯. UNWTO এর বর্তমান সদস্য দেশ কতটি?
-১৫৮টি।
১০. UNWTO এর সহযোগী সদস্য সংখ্যা কত?
-৬টি।
১.WMO এর পূর্ণরূপ কী?
-World Meteorological Organization.
২. WMO কত সালে আত্মপ্রকাশ লাভ করে?
-১৫ সেপ্টেম্বর ১৮৭৩।
৩. WMO এর প্রতিষ্ঠাকালীন নাম কি ছিল?
-International Meteorological Organization.
৪.এর নামে পরিবর্তন করে কবে WMO করা হয়?
-২৩ মার্চ ১৯৫০ সালে।
৫. WMO কবে জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে?
-২০ ডিসেম্বর ১৯৫১ সালে।
৬. WMO এর প্রধানের পদবি কী?
-মহাসচিব।
৭. WMO এর প্রথম মহাসচিব কে?
-গুস্তাব সোর্ডবোডা।
৮. WMO এর বর্তমান মহাসচিব কে?
-পেত্তেরি তালাশ।
৯. WMO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
-জেনেভা, সুইজারল্যান্ড।
১০. WMO এর বর্তমান সদস্য দেশ কত?
-১৮৬টি।
১১. WMO এর ১৮৬ তম সদস্য দেশ কোনটি?
-অ্যান্ডোরা।
বিশ্ব পর্যটন সংস্থা
১.UNWTO আত্মপ্রকাশ করে কবে?
-১৯২৫ সালে।
২.WTO এর সংক্ষিপ্ত রূপ UNWTO করা হয় কবে?
-১ ডিসেম্বর ২০০৫ সালে।
৩. UNWTO এর পূর্ণরূপ কী?
-World Tourism Organization.
৪. UNWTO কবে জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে?
-১১ মার্চ ২০০৪।
৫. UNWTO সংস্থার প্রধানকে কী বলে?
-মহাসচিব।
৬. UNWTO এর প্রথম মহাসচিব কে?
-রবার্ট সি. লোনাটি।
৭. UNWTO এর বর্তমান মহাসচিব কে?
-তালেব রাফি।
৮. UNWTO এর সদর দপ্তর কোথায়?
-মাদ্রিদ, স্পেন।
৯. UNWTO এর বর্তমান সদস্য দেশ কতটি?
-১৫৮টি।
১০. UNWTO এর সহযোগী সদস্য সংখ্যা কত?
-৬টি।