Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#5099
১.আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?
-চীন।
২.বিশ্বে ভাষার জগতে মান্দারিনের অবস্থান কত?
-প্রথম।
৩.এশিয়ার বৃহত্তম সাগর কোনটি?
-দক্ষিণ চীন সাগর।
৪.এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
-ইয়াংসিকিয়াং ।
৫.পৃথিবীর দীর্ঘতম কৃত্রিম জলপথের নাম কী?
-চীনের গ্র্যান্ড ক্যানেল।
৬.বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ কোনটি?
-চীন।
৭.এশিয়ার বৃহত্তম কয়লা ভান্ডার কোন দেশে অবস্থিত?
-চীন।
৮.বিশ্বে টিন উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
-চীন।

পূর্ব তিমুর
১.স্বাধীনতা ঘোষণা করে কবে?
-২৮ নভেম্বর ১৯৭৫ সালে।
২.কে পূর্ব তিমূরের স্বাধীনতা ঘোষণা করেন?
-ফ্রান্সিসকো জ্যাভিয়ার দো আমারাল।
৩.পূর্ব তিমুরের প্রেসিডেন্টের মেয়াদকাল কত?
-৫ বছর।
৪.পূর্ব তিমুরের প্রথম প্রেসিডেন্ট কে?
-জানানা গুসমাও।
৫.প্রথম প্রধানমন্ত্রীর নাম কী?
-মারি আল কাতিরি।
৬.পূর্ব তিমুরের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
-সেন্ট্রাল ব্যাংক অব তিমুর-লিস্ট।
৭.ইন্দোনেশিয়া পূর্ব তিমুরের স্বাধীনতার স্বীকৃতি দেয় কখন?
-১৬ আগস্ট ২০০১।
৮.পূর্ব তিমুর জাতিসংঘের কততম সদস্য?
-১৯১ তম।
৯.পূর্ব তিমুর কোন সময়কাল পর্যন্ত পর্তুগালের উপনিবেশ ছিল?
-১৫১৫-১৯৭৪ সাল পর্যন্ত।
১০.কবে কোন বিপ্লবের মাধ্যমে পূর্ব তিমুর পর্তুগীজ ঔপনিবেশিকতার অবসান ঘটে?
-২৫ এপ্রিল ১৯৭৪ সালে, এপ্রিল বিপ্লব।
১১.ইন্দোনেশিয়া কবে পূর্ব তিমুরকে তার ২৭ তম প্রদেশ ঘোষণা করে?
-১৭ জুলাই ১৯৭৬।
১২.পশ্চিম তিমুরের বর্তমান অবস্থান কী?
-ইন্দোনেশিয়ান পূর্ব নুসা তেঙ্গারা রাজ্যের অংশ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    557 Views
    by tamim
    0 Replies 
    436 Views
    by raja
    0 Replies 
    458 Views
    by mousumi
    0 Replies 
    890 Views
    by kajol
    0 Replies 
    821 Views
    by raihan

    কমিশনারের কার্যালয়ের অধীন কর অঞ্চল–১৮, ঢাকা[…]

    সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতী[…]

    পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তিঃ সর্বশেষ এমপিও নীতিমালায[…]

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]