- Sat Dec 26, 2020 9:12 am#5076
পরিবেশ নিয়ে জাতিসংঘের সম্মেলন
সম্মেলনের নাম – অফিসিয়াল নাম
জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন – জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন
ধরিত্রী বা রিও সম্মেলন – জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন বিষয়ক সম্মেলন
ধরিত্রী বা রিও+৫ – পরিবেশ বিষয়ক বিশেষ সম্মেলন
রিও বা ধরিত্রী সম্মেলন +১০ – বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলন
রিও বা ধরিত্রী সম্মেলন +২০ – জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলন
১.এজেন্ডা ২১ কি?
-১৯৯২ সালে ধরিত্রী সম্মেলনের সমান্তরালভাবে রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত এনজিওদের সম্মেলন।
২.গ্লোবাল ফোরাম বলতে কী বোঝায়?
-১৯৯২ সালে ধরিত্রী সম্মেলনের সমান্তরালভাবে রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত এনজিওদের সম্মেলন।
৩.ইকোলজি কোন ভাষার শব্দ?
-গ্রিক ভাষা।
৪.ইকোলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
-জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেকেল।
৫.ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে কোন গ্যাস?
-ক্লোরোফ্লোরো কার্বন।
৬.ওজোন স্তরে ছিদ্র সৃষ্টির কথা বিজ্ঞানীরা কবে প্রথম জানতে পারেন?
-১৯৮৩ সালে।
৭.কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মোট ভূমির পরিমাণ শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন?
-২৫ ভাগ।
৮.গ্রিন হাউজ ইফেক্ট বলতে কি বোঝায়?
-তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি।
৯.গ্রিন হাউস প্রভাব কথাটা প্রথম কে ব্যবহার করেন?
-সুইডিশ রসায়নবিদ সোভনটে আরহেনিয়াস।
১০.গ্রীন হাউস কথাটা প্রথম কত সালে ব্যবহার করা হয়?
-১৮৯৬ সালে।
১১.এসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটির নাম কী?
-সালফার ডাই-অক্সাইড এবং কার্বন ডাই-অক্সাইড।
১২.ওজোন স্তরের ক্ষয় কী?
-ওজোন স্তরে ওজোনের পরিমাণ কমে যাওয়া।
১৩.বায়ুমন্ডলের কোন স্তরে সবচেয়ে বেশি ওজন পাওয়া যায়?
-ওজনোস্ফিয়ার।
১৪.বায়ুমন্ডলের ওজনের রং কী?
-গাঢ় নীল।
১৫.গ্রিন হাউস প্রতিক্রিয়া এ দেশের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ হয়ে দাড়িয়েছে কেন?
-এর ফলে সমুদ্রতলের উচ্চতা বেড়ে যেতে পারে।
১৬.সিএফসি গ্যাস কেন ক্ষতিকর?
-ওজোন স্তরের ছিদ্রের সৃষ্টি করে।
১৭.পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কোনটি?
-কার্বন ডাই অক্সাইড।
১৮.বিশ্ব জলবায়ু কনফারেন্স এর আয়োজক কোন সংস্থা?
-বিশ্ব আবহাওয়া সংস্থা।
সম্মেলনের নাম – অফিসিয়াল নাম
জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন – জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন
ধরিত্রী বা রিও সম্মেলন – জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন বিষয়ক সম্মেলন
ধরিত্রী বা রিও+৫ – পরিবেশ বিষয়ক বিশেষ সম্মেলন
রিও বা ধরিত্রী সম্মেলন +১০ – বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলন
রিও বা ধরিত্রী সম্মেলন +২০ – জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলন
১.এজেন্ডা ২১ কি?
-১৯৯২ সালে ধরিত্রী সম্মেলনের সমান্তরালভাবে রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত এনজিওদের সম্মেলন।
২.গ্লোবাল ফোরাম বলতে কী বোঝায়?
-১৯৯২ সালে ধরিত্রী সম্মেলনের সমান্তরালভাবে রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত এনজিওদের সম্মেলন।
৩.ইকোলজি কোন ভাষার শব্দ?
-গ্রিক ভাষা।
৪.ইকোলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
-জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেকেল।
৫.ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে কোন গ্যাস?
-ক্লোরোফ্লোরো কার্বন।
৬.ওজোন স্তরে ছিদ্র সৃষ্টির কথা বিজ্ঞানীরা কবে প্রথম জানতে পারেন?
-১৯৮৩ সালে।
৭.কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মোট ভূমির পরিমাণ শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন?
-২৫ ভাগ।
৮.গ্রিন হাউজ ইফেক্ট বলতে কি বোঝায়?
-তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি।
৯.গ্রিন হাউস প্রভাব কথাটা প্রথম কে ব্যবহার করেন?
-সুইডিশ রসায়নবিদ সোভনটে আরহেনিয়াস।
১০.গ্রীন হাউস কথাটা প্রথম কত সালে ব্যবহার করা হয়?
-১৮৯৬ সালে।
১১.এসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটির নাম কী?
-সালফার ডাই-অক্সাইড এবং কার্বন ডাই-অক্সাইড।
১২.ওজোন স্তরের ক্ষয় কী?
-ওজোন স্তরে ওজোনের পরিমাণ কমে যাওয়া।
১৩.বায়ুমন্ডলের কোন স্তরে সবচেয়ে বেশি ওজন পাওয়া যায়?
-ওজনোস্ফিয়ার।
১৪.বায়ুমন্ডলের ওজনের রং কী?
-গাঢ় নীল।
১৫.গ্রিন হাউস প্রতিক্রিয়া এ দেশের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ হয়ে দাড়িয়েছে কেন?
-এর ফলে সমুদ্রতলের উচ্চতা বেড়ে যেতে পারে।
১৬.সিএফসি গ্যাস কেন ক্ষতিকর?
-ওজোন স্তরের ছিদ্রের সৃষ্টি করে।
১৭.পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কোনটি?
-কার্বন ডাই অক্সাইড।
১৮.বিশ্ব জলবায়ু কনফারেন্স এর আয়োজক কোন সংস্থা?
-বিশ্ব আবহাওয়া সংস্থা।