Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#5075
আন্তর্জাতিক উন্নয়ন সমিতি
১.IDA এর পূর্নরূপ কী?
-International Development Association.
২.আন্তর্জাতিক উন্নয়ন সমিতি প্রতিষ্ঠিত হয় কত সালে?
-২৪ সেপ্টেম্বর ১৯৬০ সালে।
৩. IDA অন্য কি নামে পরিচিত?
-Soft Loan Window.
৪. IDA এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
-ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
৫. IDA এর সদস্য সংখ্যা কত?
-১৭৩টি।
৬. IDA এর ১৭৩ তম সদস্য দেশ কোনটি?
-রোমানিয়া ।

আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা
১.IFC এর পূর্নরূপ কী?
-International Finance Corporation.
২.আন্তর্জাতিক পুজি বিনিয়োগ সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়?
-২০ জুলাই ১৯৫৬।
৩. IFC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
-ওয়াশিংটন, ডিসি।
৪. IFC এর বর্তমান সদস্য সংখ্যা কত?
-১৮৫টি।
৫. IFC এর ১৮৫ তম সদস্য দেশ কোনটি?
-টুভ্যালু।

আইসিএসআইডি
১.ICSID এর পূর্ণরূপ কী?
-International Centre for Settlement of Investment Disputes.
২.পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র কবে জন্মলাভ করে?
-১৪ অক্টোবর ১৯৬৬।
৩. ICSID এর সদর দপ্তর কোথায়?
-ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
৪. ICSID এর বর্তমান সদস্য দেশ কত?
-১৫৪ টি।
৫. ICSID এর ১৫৪ তম সদস্য দেশ কোনটি?
-মেক্সিকো।

বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা
১.MIGA এর পূর্ণরূপ কী?
-Multilateral Investment Guarantee Agency.
২.বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা প্রতিষ্ঠিত হয় কবে?
-১২ এপ্রিল ১৯৮৮ সালে।
৩. MIGA এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
-ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
৪. MIGA এর বর্তমান সদস্য সংখ্যা কত?
-১৮২টি।
৫. MIGA এর ১৮২ তম সদস্য দেশ কোনটি?
-সোমালিয়া ।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]