Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#5018
আন্তর্জাতিক মুদ্রা তহবিল
১.IMF এর পূর্ণরূপ কী?
-International Monetary Fund.
২. IMF এর প্রতিষ্ঠা কবে?
-১৯৪৪ সালে।
৩. IMF কার্যক্রম শুরু করে কবে?
-১ মার্চ ১৯৪৭ সালে।
৪. IMF কবে জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে?
-১৫ নভেম্বর ১৯৪৭ সালে ।
৫. IMF এর সদর দপ্তর কোথায়?
-ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
৬. IMF এর প্রথম ব্যবস্থাপনা পরিচালক কে?
-ক্যামিল গাট।
৭. IMF এর প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক কে?
-ক্রিস্টিলিনা জর্জিয়েভা।
৮. IMF এর ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেয়া হয় কোন সংস্থাভুক্ত দেশ থেকে?
-ইউরোপীয় ইউনিয়ন।
৯. IMF কবে দারিদ্র্য বিমোচন ও প্রবৃদ্ধি সহায়তা কর্মসূচি চালু করে?
-১৯৯৯ সালে।
১০. IMF এর বর্তমান সদস্য সংখ্যা কত?
-১৮৯ টি।
১১. IMF এর ১৮৯ তম সদস্য দেশ কোনটি?
-নাউরু।

আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন
১.ITU এর পূর্নরূপ কী?
-International Telecommunication Union.
২. ITU কত সালে প্রতিষ্ঠিত হয়?
-১৭ মে ১৮৬৫ সালে।
৩. ITU কোথায় প্রতিষ্ঠিত হয়?
-প্যারিসে।
৪. ITU এর বর্তমান নামকরণ করা হয় কবে?
-১ জানুয়ারি ১৯৩৪ সালে।
৫. ITU কবে জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা পায়?
-১৫ নভেম্বর ১৯৪৭।
৬. ITU এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
-জেনেভা, সুইজারল্যান্ড।
৭. ITU এর বর্তমান প্রধানের পদবি কী?
-মহাসচিব।
৮. ITU এর প্রথম পরিচালক কে?
-লুইস কুরচড।
৯. ITU এর বর্তমান মহাসচিব কে?
-হাওলিন ঝাও।
১০. ITU এর সদস্য সংখ্যা কত?
-১৯৩টি।
১১. ITU এর ১৯৩ তম সদস্য দেশ কোনটি?
-দক্ষিণ সুদান।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    9 Views
    by rafique
    0 Replies 
    10 Views
    by masum
    0 Replies 
    13 Views
    by shanta
    0 Replies 
    7 Views
    by rana
    0 Replies 
    7 Views
    by masum

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]