Page 1 of 1

সাম্প্রতিক আন্তর্জাতিক বিষয়ক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: পার্ট-০৮

Posted: Mon Dec 21, 2020 1:02 pm
by naser
নোবেল পুরস্কার ২০২০
১.চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে কে?
-হার্ভে জে অল্টার, চার্লস এম রাইস ও মাইকেল হটন।
২.পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে কে?
-রজার পেনরোজ, আন্দ্রিয়া ঘেজ ও রেইনহার্ড গেঞ্জেল।
৩.রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন কে কে?
- জেনিফার ডাউডনা ও ইমানুয়েল শারপসিয়ে।
৪.সাহিত্যে নোবেল পুরস্কার পান কে?
-লুইস এলিজাবেথ গ্লাক।
৫.শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কোন সংস্থা?
-বিশ্ব খাদ্য কর্মসূচি ।
৬.অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে কে?
-পল রবার্ট মিলগ্রোম, রবার্ট বি উইলসন।

ক্রীড়াজগৎ
১.২০১৯ সালের অষ্টম নারী বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কোন দেশ?
-যুক্তরাষ্ট্র।
২.২০১৯ সালের ৪৬ তম কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন কোন দেশ?
-ব্রাজিল।
৩.১৭ তম এএফসি এশিয়ান কাপ ফুটবল ২০১৯ এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
-কাতার।
৪.২০১৯ সালের ব্যালন ডি অর বিজয়ী কে?
-লিওনেল মেসি।
৫.২০১৯ সালের ফিফা দ্য বেস্ট বিজয়ী কে?
-লিওনেল মেসি।
৬.২০২২ সালে মুসলিম দেশ হিসেবে প্রথম বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে যাচ্ছে কোন দেশ?
-কাতার।
৭.২০২৬ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে কোন দেশে?
-কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে।

২১ তম বিশ্বকাপ ফুটবল ২০১৮
স্বাগতিক – রাশিয়া
সময়কাল – ১৪ জুন-১৫ জুলাই ২০১৮
ভেন্যু – ১২টি
বল – টেলস্টার
মাসকট – জাবিভাকা
চ্যাম্পিয়ন – ফ্রান্স
রানার্সআপ – ক্রোয়েশিয়া
তৃতীয় – বেলজিয়াম
সেরা খেলেয়াড় – লুকা মডরিচ
সর্বোচ্চ গোলদাতা – হ্যারি কেন
সেরা গোলরক্ষক – থিবো কুর্তোয়া
সেরা উদীয়মান ফুটবলার – কিলিয়ান এমবাপ্পে
ফেয়ার প্লে ট্রফি – স্পেন।