Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4980
খাদ্য ও কৃষি সংস্থা
১.FAO-এর পূর্ণরূপ কী?
-Food and Agriculture Organization.
২. FAO কত সালে গঠিত হয়?
-১৬ অক্টোবর ১৯৪৫ সালে।
৩. FAO কবে জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে?
-১৪ ডিসেম্বর ১৯৪৬ সালে।
৪. FAO এর সদর দপ্তর কোথায়?
-রোম, ইতালি।
৫. FAO এর প্রধানের পদবি কী?
-মহাপরিচালক।
৬. FAO এর মহাপরিচালকের মেয়াদকাল কত বছর?
-৪ বছর ।
৭. FAO এর মহাপরিচালক কে?
-স্যার জন বয়ড অব।
৮. FAO এর বর্তমান মহাপরিচালক কে?
-কিউ ডংগিউ (চীন)।
৯. FAO এর বর্তমান সদস্য সংখ্যা কত?
-১৯৭ টি।

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা
১.ICAO এর পূর্ণরূপ কী?
-International Civil Aviation Organization.
২. ICAO কবে প্রতিষ্ঠিত হয়?
-৭ ডিসেম্বর ১৯৪৪ সালে।
৩. ICAO কবে জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে?
-১৩ মে ১৯৪৭।
৪. ICAO এর প্রধান মহাসচিব কে?
-আলবার্ট রোপার।
৫. ICAO এর বর্তমান মহাসচিব কে?
-ফাং লিউ।
৬. ICAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
-মন্ট্রিল, কানাডা।
৭. ICAO এর বর্তমান সদস্য সংখ্যা কত?
-১৯৩টি।
৮. ICAO এর ১৯৩ তম দেশ কোনটি?
-ডোমিনাকা।

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল
১.IFAD এ পূর্ণরূপ কী?
-International Fund for Agriculture Development.
২. IFAD কত সালে প্রতিষ্ঠিত হয়?
-৩০ নভেম্বর ১৯৭৭ সালে।
৩. IFAD কত সালে জাতিসংঘের বিশেষ সংস্থার সদস্যপদ লাভ করে?
-৬ এপ্রিল ১৯৭৮ ।
৪. IFAD এর সদর দপ্তর কোথায়?
-রোম, ইতালি।
৫. IFAD এর প্রধানের পদবি কী?
-প্রেসিডেন্ট।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    9 Views
    by rafique
    0 Replies 
    10 Views
    by masum
    0 Replies 
    13 Views
    by shanta
    0 Replies 
    7 Views
    by rana
    0 Replies 
    7 Views
    by masum

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]