Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4955
অস্ট্রেলিয়া
১.অস্ট্রেলিয়া শব্দের অর্থ কী?
-এশিয়ার দক্ষিণাঞ্চল।
২.অস্ট্রেলীয় আদিবাসীদের কি বলা হয়?
-Aborigine.
৩.ওশেনিয়া মহাদেশের সর্ববৃহৎ হ্রদ কোনটি?
-গ্রেট ভিক্টোরিয়া।
৪.অস্ট্রেলিয়ার সাংবিধানিক রাজতন্ত্র থাকবে কিনা সে প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয় কবে?
-৬ নভেম্বর ১৯৯৯ সালে।
৫.কবে কমনওয়েলথ অব অস্ট্রেলিয়া গঠিত হয়?
-১ জানুয়ারি ১৯০১ সালে।
৬.অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এর নাম কী?
-কোসিয়াস্কো।
৭.কোন দেশকে ক্যাঙ্গারুর দেশ বলা হয়?
-অস্ট্রেলিয়াকে।
৮.বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর কোনটি?
-গ্রেট ব্যারিয়ার রিফ।
৯.অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাসের নাম কী?
-জানুয়ারি।
১০.কুইন্সল্যান্ড কোন দেশের অংশ?
-অস্ট্রেলিয়া।
১১.লাংফিস পাওয়া যায় কোথায়?
-অস্ট্রেলিয়া অঞ্চলে।

ফিজি
১.ফিজি কোথায় অবস্থিত?
-দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে।
২.নতুন সংবিধান অনুযায়ী কোন সম্প্রদায় থেকে রাষ্ট্রপতি নির্বাচন বাধ্যতামূলক করা হয়েছে?
-আদিবাসী সম্প্রদায় থেকে।
৩.ফিজির জনসংখ্যায় অর্ধেক কোন দেশের বংশোদ্ভত?
-ভারতীয়।
৪.কোন দেশের সংবিধানে কোনো দল পার্লামেন্টের ৮টি আসনে নির্বাচিত হলে সে দলকে মন্ত্রিসভায় স্থান দিতে হয়?
-ফিজির সংবিধানে।
৫.ফিজিতে প্রথমবার সামরিক অভ্যুত্থান ঘটে কবে?
-১৪ মে ১৯৮৭ সালে।
৬.ফিজিতে সর্বশেষ সামরিক অভ্যুত্থান ঘটে কবে?
-৪ ডিসেম্বর ২০০৬ সালে।
৭.ভারতীয় বংশোদ্ভত কোন নেতা ফিজির প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন?
-মহেন্দ্র চৌধুরী।
৮.প্রধানমন্ত্রী মহেন্দ্র চৌধুরী কবে আদিবাসী জনগোষ্ঠীর নেতা জর্জ স্পেইট কর্তৃক কার্যত ক্ষমতাচ্যুত হন?
-১৯ মে ২০০০ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    9 Views
    by rafique
    0 Replies 
    10 Views
    by masum
    0 Replies 
    13 Views
    by shanta
    0 Replies 
    7 Views
    by rana
    0 Replies 
    10 Views
    by sajib

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]