Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4949
বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০২০
১.বিশ্বের মোট জনসংখ্যা কত?
-৭৭৯.৫০ কোটি।
২.বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
-১.১%।
৩.জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?
-চীন।
৪.জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে?
-বাহরাইন।
৫.জনসংখ্যা বৃদ্ধির হার কম কোন দেশে?
-লিথুয়ানিয়া।
৬.নারী প্রতি সর্বাধিক প্রজনন হারের দেশ কোনটি?
-নাইজার।
৭.সার্কভুক্ত কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক?
-মালদ্বীপ।
৮.সার্কভুক্ত কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কম?
-শ্রীলংকা।
৯.বাংলাদেশের জনসংখ্যা কত?
-১৬.৪৭ কোটি।
১০.গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি?
-হংকং।
১১.বিশ্বের জনসংখ্যার গড় আয়ু কত?
-৭২.৬ বছর।
১২.বিশ্বের জনসংখ্যার মাথাপিছু আয় কত?
-১৫,৭৪৫ মার্কিন ডলার।
১৩.মানব উন্নয়ন রিপোর্ট ২০১৯ সূচকে শীর্ষ ও সর্বনিম্ন দেশ কোনটি?
-শীর্ষ দেশ নরওয়ে ও সর্বনিম্ন দেশ নাইজার।
১৪.মানব উন্নয়ন রিপোর্ট ২০১৯ অনুসারে বাংলাদেশের অবস্থান কততম?
-১৩৫ তম।

দুর্নীতি ধারণাসূচক ২০১৯
১.কম দুর্নীতিগ্রস্থ দেশ কোনটি?
-ডেনমার্ক ও নিউজিল্যান্ড।
২.শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
-সোমালিয়া।
৩.সূচকে বাংলাদেশের অবস্থান কত?
-ঊর্ধ্বক্রমে ১৪৬ তম ও নিম্নক্রমে ১৪ তম; স্কোর-২৬।

ইথনোলগ: বিশ্ব ভাষাচিত্র ২০২০
১.বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি?
-৭,১১৭ টি।
২.সর্বাধিক ভাষার দেশ কোনটি?
-পাপুয়া নিউগিনি।
৩.বিশ্বে শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি?
-ইংরেজি।
৪.ব্যবহারকারীর দিক থেকে বিশ্বে বাংলা ভাষার অবস্থন কততম?
-৭ম।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    89 Views
    by raihan
    0 Replies 
    62 Views
    by mousumi
    0 Replies 
    516 Views
    by rana
    0 Replies 
    164 Views
    by tamim
    0 Replies 
    108 Views
    by tamim

    • মেঘ থেকে বৃষ্টি হয়। এই বাক্যের মেঘ থেকে কো[…]

    • হে কব, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্ত[…]

     ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থা[…]