Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4909
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
১.সাম্প্রতিক সময়ে বহুল ব্যবহৃত জুম কী?
-ভিডিও কনফারেন্সের জনপ্রিয় অ্যাপ।
২.জুম এর প্রতিষ্ঠাতার নাম কী?
-এরিক ইউয়ান (যুক্তরাষ্ট্র)।
৩.চীন ভিত্তিক জনপ্রিয় মোবাইল ভিডিও তৈরি ও শেয়ারিং অ্যাপ টিকটক এর প্রতিষ্ঠাতা কে?
-ঝাং ইয়েমিং।
৪.কিলোগ্রামের নতুন সঙ্গা কার্যকর হয় কবে থেকে?
-২০ মে ২০১৯।
৫.বিশ্বে বাণিজ্যিকভাবে প্রথম ৫জি চালু করে কোন দেশ?
-দক্ষিণ কোরিয়া, ৩ এপ্রিল ২০১৯।
৬.৪ জি প্রথম কবে চালু হয়?
-২০০৬ সালে।
৭.ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?
-চীন।
৮.স্মার্টফোন ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?
-চীন।
৯.কপি এন্ড পেস্ট এর উদ্ভাবক?
-লরি টেসলার।
১০.বিশ্বের বৃহত্তম ই-কমার্স বা অনলাইনভিত্তিক বেচাকেনা প্রতিষ্ঠানের নাম কী?
-আমাজন।
১১.ফেসবুক ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?
-যুক্তরাষ্ট্র।

মহাকাশ ও বিজ্ঞান
১.বিশ্বের সবচেয়ে বড় দুই ইঞ্জিনচালিত বিমানের নাম কী?
-বোয়িং।
২.১১ জানুয়ারি ২০২০ উদ্বোধনকৃত বিশ্বের সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপের নাম কী?
-ফাস্ট।
৩.সৌরজগতের সর্বাধিক উপগ্রহ কোন গ্রহের?
-শনি।
৪.শনি এর উপগ্রহ কতটি?
-৮২টি।
৫.দক্ষিণ এশীয় উপগ্রহ উৎক্ষেপণ করা হয়?
-৫ মে ২০১৭ সালে।
৬.দক্ষিণ এশীয় উপগ্রহ উৎক্ষেপণ করে কোন দেশ?
-ভারত।
৭.ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ন্ত্রন ব্যবস্থা এর বর্তমান সদস্য দেশ কতটি?
-৩৫টি।
৮.বিশ্বে আবিষ্কৃত এবং স্বীকৃত মৌল বা মৌলিক পদার্থের সংখ্যা কতটি?
-১১৮ টি।
৯.মহাকর্ষীয় তরঙ্গ শনাক্তে কোন বাংলাদেশি বিজ্ঞানী যুক্ত ছিলেন?
-দীপঙ্কর তালুকদার ও সেলিম শাহরিয়ার।
১০.২৭ জুন ২০১৬ MTCR এর ৩৫ তম সদস্য পদ লাভ করে কোন দেশ?
-ভারত।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]