Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4890
প্রতিরক্ষা ও নিরাপত্তা
১.রাফাল কোন দেশের তৈরি যুদ্ধবিমান?
-ফ্রান্স।
২.সর্বশেষ কোন দেশ হাউপারসোনিক যুগে প্রবেশ করে?
-ভারত।
৩.মিয়ানমার নৌবাহিনীতে যুক্ত হওয়া প্রথম সাবমেরিনের নাম কী?
-UMS Min Ye Thein Kha Thu.
৪.হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অ্যাভানগার্ড কোন দেশের তৈরি?
-রাশিয়া।
৫.নতুন প্রজন্মের পরমাণু সাবমেরিন সাফরেন কোন দেশের তৈরি?
-ফ্রান্স।
৬.ট্যাংকবিধ্বংসী নাগ ক্ষেপনাস্ত্র কোন দেশের তৈরি?
-ভারত।
৭.তিয়াস বিমানঘাটি কোথায় অবস্থিত?
-সিরিয়া।
৮.ব্রাহ্মোস কোন দেশের তৈরি ক্ষেপণাস্ত্র?
-ভারত।
৯.বিশ্বের কতটি দেশ পারমাণবিক ডুবোজাহাজের অধিকারী?
-৬টি।
১০.বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশটি সম্পূর্ণভাবে রাসায়নিক অস্ত্রের মজুদ ধ্বংস করে?
-আলবেনিয়া।
১১.বিশ্বের অষ্টম পারমানবিক ক্ষমতাধর দেশের নাম কী?
-উত্তর কোরিয়া।

অর্থ -বাণিজ্য
১.সম্প্রতি ইথিওপিয়ায় চালুকৃত প্রথম ইসলামী ব্যাংকের নাম কী?
-জমজম ব্যাংক।
২.বিশ্বের সর্ববৃহৎ ২৫.৬ বিলিয়ন ডলারের আইপিও নিয়ে আসে কোন কোম্পানি?
-সৌদি আরবের তেল কোম্পানি আরামকো।
৩.বর্তমানে বিশ্বে তেল আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
-চীন।
৪.বিশ্বে প্রথম বানিজ্য যুদ্ধ শুরু হয়েছিল কবে?
-১৯৩০ সালে।
৫.বিশ্বের সর্বোচ্চ মুদ্রাস্ফীতি দেশ কোনটি?
-ভেনিজুয়েলা।
৬.সুইফট কী?
-আর্থিক প্রতিষ্ঠানে লেনদেনের বার্তা সেবাদানকারী মাধ্যম হচ্ছে সুইফট।
৭.সুইফট কোড কতটি ডিজিট নিয়ে গঠিত?
-৮ বা ১১ টি।
৮.কালো টাকা রাখার স্বর্ণরাজ্য হিসেবে পরিচিত কোন দেশ?
-সুইজারল্যান্ড।
৯.ব্ল ইকোনোমি কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
-সমুদ্র অর্থনীতির সাথে।
১০.১ অক্টোবর ২০১৬ আইএমএফ এর পঞ্চম রিজার্ভ মুদ্রার মর্যাদা পায় কোনটি?
-ইউয়ান (চীন)।
১১.নেক্সট ইলেভেন এর ধারনা কার?
-জিম ও নিলের।
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]