Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4870
আফ্রিকা
১.আধুনিক মানবজাতির আদি আবাসস্থল হিসেবে কোন দেশকে চিহ্নিত করা হয়েছে?
-বতসোয়ানা।
২.আলজেরিয়ায় স্বৈরশাসক আবদেলআজিজ বুতেফ্লিকা পদত্যাগ করেন কবে?
-২ এপ্রিল ২০১৯ সালে।
৩.সুদানের স্বৈরশাসক ওমর হাসান আল বশিরের পতন ঘটে কবে?
-১১ এপ্রিল ২০১৯।
৪.ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে সীমান্ত যুদ্ধ সমাপ্তির ঘোষনা দেয়া হয় কবে?
-৯ জুলাই ২০১৮।
৫.সোয়াতি ভাষায় ইসওয়াতিনি অর্থ কী?
-সোয়াজিদের ভূমি।
৬.আরব বসন্ত কী?
-আরবের বিভিন্ন দেশের গণজাগরণ।
৭.আরব বসন্ত এর সূতিকাগার কোন দেশ?
-তিউনিসিয়া ।
৮.আফ্রিকার রুটির ঝুড়ি হিসেবে পরিচিত কোন দেশ?
-জিম্বাবুয়ে।

আমেরিকা
১.যুক্তরাষ্ট্র কবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর পদত্যাগ করবে?
-৬ জুলাই ২০২১।
২.৫৯ তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
-৩ নভেম্বর ২০২০ সালে।
৩.এল সালভাদরের প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে?
-নাইব বুকেলে।
৪.যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম শাটডাউন –
-৩৫ দিন ।

নারীবিশ্ব
১.কানাডার প্রথম নারী অর্থমন্ত্রীর নাম কী?
-ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড।
২.পাকিস্তানের প্রথম নারী লেফট্যানেন্ট জেনারেল কে?
-নিগার জোহর খান।
৩.গ্রিসের প্রথম নারী প্রেসিডেন্ট কে?
-একতিরিনি সাকেল্লারোপাউলো।
৪.বিশ্বের সর্বকণিষ্ঠ প্রধানমন্ত্রী একজন নারী তিনি কোন দেশের?
-ফিনল্যান্ডের সানা মেরিন।
৫.অস্ট্রিয়ার প্রথম নারী চ্যান্সেলর কে?
-ব্রিজিত বিয়েরলিন।
৬.সিঙ্গাপুরের প্রথম নারী প্রেসিডেন্ট কে?
-হালিমা ইয়াকুব।
৭.বিশ্বব্যাংকের প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক কে?
-অংশুলা কান্ত।
৮.নেপালের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
-বিদ্যা দেবী ভান্ডারী।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]