Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4856
আসিয়ান
১.আসিয়ান কবে প্রতিষ্ঠিত হয়?
-৮ আগস্ট ১৯৬৭ সালে ।
২.ASEAN এর পূর্ণরূপ কী?
-Association of Southeast Asian Nations.
৩.আসিয়ানের বর্তমান সদস্য সংখ্যা কত?
-১০টি।
৪.আসিয়ানের সর্বশেষ সদস্য দেশ কোনটি?
-কম্বোডিয়া।
৫.আসিয়ানের বর্তমান মহাসচিব কে?
-দাতো পাদুকা লিম জোক হোই, ব্রুনাই।
৬.আসিয়ান এর সদর দপ্তর কোথায়?
-জাকার্তা, ইন্দোনেশিয়া।
৭.আসিয়ান+৩ কি?
-আসিয়ানভুক্ত দেশসমূহ চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াকে নিয়ে গঠিত ফোরাম।

আসিয়ান আঞ্চলিক ফোরাম
১.আসিয়ান আঞ্চলিক ফোরাম প্রতিষ্ঠিত হয় কবে?
-২৫ জুলাই ১৯৯৪ সালে।
২.ARF এর পূর্ণরূপ কী?
-ASEAN Regional Forum.
৩. ARF এর সদস্য সংখ্যা কত?
-২৭টি।

ইউরোশিয়ান ইকোনমিক ইউনিয়ন
১.EEU এর পূর্ণরূপ কী?
-Eurasian Economic Union.
২. EEU গঠন করার লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
-২৯ মে ২০১৪।
৩. EEU এর কার্যক্রম শুরু করে কবে?
-১ জানুয়ারি ২০১৫ সালে।
৪. EEU এর বর্তমান সদস্য সংখ্যা কত?
-৫টি।
৫. EEU এর বর্তমান সদস্য সংখ্যা কী কী?
-রাশিয়া, কাজাখস্তান, আর্মেনিয়া, কিরগিজস্তান ও বেলারুশ।

সার্ক
১.সার্ক এর পূর্ণরূপ কী?
-সাউথ এশিয়ার এসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন।
২.সার্ক আনুষ্ঠানিকভাবে গঠিত হয় কবে?
-৮ ডিসেম্বর ১৯৮৫ সালে।
৩.সার্ক এর সচিবালয় কোথায় অবস্থিত?
-কাঠমান্ডু, নেপাল।
৪.সার্কভুক্ত দেশ কতটি?
-৯টি।
৫.সার্ক এর সর্বশেষ সদস্য দেশ কোনটি?
-আফগানিস্তান।
৬.সার্ক এর প্রথম মহাসচিব কে ছিলেন?
-আবুল আহসান।
৭.সার্কের প্রথম নারী মহাসচিবের নাম কী?
-ফাতেমা দিয়ানা সাঈদ।
৮.সার্ক এর বর্তমান মহাসচিব কে?
-এসালা ওয়েরাকুন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]