Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4849
এশিয়া
১.১৫ সেপ্টেম্বর ২০২০ কোন দুটি আরব দেশ ইসরাইলকে স্বীকৃতি দেয়?
-সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন।
২.১৮ আগস্ট ২০২০ গঠিত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের নতুন দেলের নাম কী?
-পার্টি পেজুয়াং তানাহ এয়ার।
৩.তুরস্কে অবস্থিত ঐতিহাসিক আয়া সোফিয়া জাদুঘরকে পুনরায় মসজিদে রূপান্তরিত করা হয় কবে?
-১০ জুলাই ২০২০ সালে।
৪.বাবরি মসজিদের চূড়ান্ত রায় ঘোষিত হয় কোন সালে?
-৯ নভেম্বর ২০১৯।
৫.রোহিঙ্গা গনহত্যার দায়ে মিয়ানমারের বিরূদ্ধে কোন দেশ আইসিজে তে মামলা করে?
-গাম্বিয়া ।
৬.কবে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়?
-৫ আগস্ট ২০১৯।
৭.ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হয় কবে?
-১০ জানুয়ারি ২০২০ সালে।
৮.বিশ্বের সবচেয়ে উচু ভাস্কর্যের নাম কী?
-স্ট্যাচু অব ইউনিটি।
৯.বর্তমানে বিশ্বের সর্বকণিষ্ঠ রাষ্ট্রপ্রধান কে?
-কিম জং উন।
১০.পোলার সিল্ক রোড এর প্রস্তাবক কোন দেশ?
-চীন।
১১.ডোনাল্ট ট্রাম্প কবে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন?
-৬ ডিসেম্বর ২০১৭ সালে।
১২.ওইক কবে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়?
-১৩ ডিসেম্বর ২০১৭।
১৩.মিয়ানমারের আকিয়াবের বর্তমান নাম কী?
-সিটওয়ে।

ইউরোপ
১.নাগার্নো-কারাবাখ নিয়ে নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ চলছে?
-আজারবাইজান ও আর্মেনিয়া।
২.বিশ্বের সবচেয়ে বড় সদর দপ্তর সম্প্রতি কোথায় উদ্বোধন করা হয়?
-বার্লিন, জার্মানি।
৩.মেসিডোনিয়ার নতুন রাষ্ট্রীয় নাম কী?
-উত্তর মেসিডোনিয়ার প্রজাতন্ত্র।
৪.যুক্তরাজ্যের বর্তমান অর্থমন্ত্রী কে?
-সাজিদ জাভিদ।
৫.লন্ডনের প্রথম মুসলিম মেয়র কে?
-সাদকি খান।
৬.চেক প্রজাতন্ত্রের নতুন ডাক নাম কী?
-চেকিয়া।
৭.বর্তমান বিশ্বে সর্বকনিষ্ঠ সরকার প্রধান কে?
-সেবাস্তিয়ান কুর্জ।
৮.BREXIT কার্যকর হয় কখন?
-৩১ জানুয়ারি ২০২০ সালে।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]