Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4820
CEDAW
১.সিডও কী?
-নারী অধিকারের একটি দলিল।
২.সিডও সনদ এর ধারা কতটি?
-৩০ টি।
৩.এ ধারাগুলো কতভাগে বিভক্ত?
-৩ ভাগে।
৪.সিডও কমিটার প্রথম অধিবেশনে বসে কবে?
-১৮-২২ অক্টোবর ১৯৮২ সালে।
৫.সিডও সনদ গৃহীত হয় কবে?
-১৮ ডিসেম্বর ১৯৭৯ সালে।
৬.সিডও সনদ কোথায় গৃহীত হয়?
-জাতিসংঘের সাধারণ পরিষদে।
৭.আন্তর্জাতিক সিডও কমিটির সদস্য কত?
-২৩।
৮.সিডও সনদ কার্যকর হয় কত সালে?
-৩ সেপ্টেম্বর ১৯৮১ সালে।
৯.বাংলাদেশ সিডও সনদ অনুমোদন করে কত সালে?
-৬ নভেম্বর ১৯৮৪ সালে।
১০.সিডও দিবস কবে পালিত হয়?
-৩ সেপ্টেম্বর।

সিডওতে বাংলাদেশের সদস্য
নাম – মেয়াদকাল
সালমা খান – ১৯৯৩-২০০০ ও ২০০৩-২০০৬
ফেরদৌস আরা – ২০০৭-২০১০
ইসমাত জাহান – ২০১১-২০১৪ ও ২০১৫-২০১৮

আন্তর্জাতিক অপরাধ আদালত
১.আইসিসি প্রতিষ্ঠা করার লক্ষ্য কত সালে গৃহীত হয়?
-১৭ জুলাই ১৯৯৮।
২.কোথায় চুক্তি গৃহীত হয়?
-ইতালির রোমে।
৩.আন্তর্জাতিক অপরাধ আদালতে কোন ধরণের সংস্থা?
-স্বাধীন কিন্তু জাতিসংঘের কোন অঙ্গসংগঠন নয়।
৪.বিশ্বের প্রথম স্থায়ী আন্তর্জাতিক অপরাধ আদালত কার্যক্রম শুরু হয় কবে?
-৯ নভেম্বর ২০০৬ সালে।
৫.আইসিসি এর যাত্রা শুরু হয় কবে?
-১ জুলাই ২০০২ সালে।
৬.আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচার হয় কোন ধরনের অপরাধের?
-ক.গণহত্যা
খ. মানবতাবিরোধী অপরাধ,
গ. যুদ্ধপরাধ
ঘ. আগ্রাসন অপরাধের
৭.আদালতের বিচারক সংখ্যা কতজন?
-১৮ জন।
৮.আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট কে?
-চিলি ইবোয়ে ওসুজি।
৯.আইসিসি বিচারব্যবস্থা কত ভাগে বিভক্ত?
-৩টি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1872 Views
    by masum
    0 Replies 
    1148 Views
    by shanta
    0 Replies 
    2123 Views
    by tamim
    0 Replies 
    1735 Views
    by raja
    0 Replies 
    1666 Views
    by mousumi

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]