Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4819
বেলিজ
১.বেলিজের পূর্বনাম কী?
-ব্রিটিশ হন্ডুরাস।
২.ব্রিটিশ হন্ডুরাস কবে স্বায়ত্তশাসন লাভ করে?
-১৯৬৪ সালে।
৩.বেলিজ নামকরণ করা হয় কত সালে?
-১৯৭৩ সালে।
৪.বর্তমান রাজধানী বেলমোপান শহরে রাজধানী স্থাপিত হয় কবে?
-১৯৭০ সালে।

কোস্টারিকা
১.কোস্টারিকা শব্দের অর্থ কী?
-ধনী উপকূল।
২.কোস্টারিকার উচ্চতম পর্বত শিখরের নাম কী?
-চিরিপো গ্রান্ড।
৩.ইরাজু আগ্নেয়গিরিটি কোন দেশে অবস্থিত?
-কোস্টারিকায়।
৪.মধ্য আমেরিকার দেশগুলোর মধ্যে কোন দেশের স্থায়ী সেনাবাহিনী নেই?
-কোস্টারিকার।
৫.কোস্টারিকার প্রথম নারী প্রেসিডেন্ট কে?
-লরা সিলসিলা।
৬.কোস্টারিকার প্রেসিডেন্টের মেয়াদকাল কত?
-৪ বছর।
৭.কোস্টারিকার ভাইস প্রেসিডেন্ট কতজন?
-২ জন।

কানাডা
১.কোন অ্যাক্টের মাধ্যমে ব্রিটেন কানাডার হাতে সাংবিধানিক ক্ষমতা হস্তান্তর করে?
-কানাডা অ্যাক্টের মাধ্যমে।
২.ঐতিহাসিক কানাডা অ্যাক্ট কবে স্বাক্ষরিত হয়?
-১৭ এপ্রিল ১৯৮২ সালে।
৩.কানাডা যুক্তরাষ্ট্র কিভাবে গঠিত হয়?
-দশটি প্রদেশ ও দুটি অঞ্চল নিয়ে।
৪.কানাডার জাতীয় টাওয়ারের নাম কী?
-সিএন টাওয়ার।
৫.কানাডার অধিকার নিয়ে ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে যুদ্ধ সংঘটিত হয় কত সালে?
-১৭৫৫ সালে।
৬.কোন স্থানকে পশ্চিমের জিব্রাল্টার বলা হয়?
-কানাডার কুইবেক অঞ্চলকে।
৭.কোন দেশকে লিলি ফুলের ও ম্যাপল পাতার দেশ বলা হয়?
-কানাডাকে।
৮.কানাডার কোন শহরের নামের অর্থ মিলন স্থল?
-টরেন্টো।
৯.আয়তনের দিক থেকে বিশ্বে কানাডার অবস্থান কততম?
-দ্বিতীয়
১০.কোন দেশের মুদ্রায় ব্রিটেনের রানির ছবি আছে?
-কানাডা ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2737 Views
    by bdchakriDesk
    0 Replies 
    638 Views
    by rafique
    0 Replies 
    477 Views
    by masum
    0 Replies 
    500 Views
    by shanta
    0 Replies 
    616 Views
    by rana

     হোয়াংহো নদী কোথায় অবস্থিত?-উঃ চীন।  হোয়াংহো[…]

    ২৬. রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে কোথায়?-[…]

     উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমা[…]

     শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা কে?-উঃ কায়কোব[…]