Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4801
আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র
১.ITC এর পূর্ণরূপ কী?
-International trade Centre.
২. ITC এর প্রতিষ্ঠা হয় কবে?
-১৯৬৪ সালে।
৩. ITC এর সদর দপ্তর কোথায়?
-জেনেভা, সুইজারল্যান্ড।

UNRAW
১.UNRAW এর পূর্ণরূপ কী?
-United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East.
২. UNRAW গঠন করা হয় কবে?
-৮ ডিসেম্বর ১৯৪৯ সালে।

UNOCHA
১.UNOCHA এর পূর্ণরূপ কী?
-United Nations Office for the Coordination of human Affairs.
২. UNOCHA কত সালে প্রতিষ্ঠিত হয়?
-১৯৯১ সালে।

যুগোশ্লাভিয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
১.ICTY এর পূর্ণরূপ কী?
-International Criminal Tribunal for the Former Yugoslavia.
২.জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গৃহীত প্রস্তাবের মাধ্যমে কবে ICTY গঠন করা হয়?
-২৫ মে ১৯৯৩ সালে।
৩. ICTY এর অবস্থান কোথায়?
-দ্য হেগ, নেদারল্যান্ডস।

রুয়ান্ডার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
১.ICTR এর পূর্ণরূপ কী?
-International Criminal Tribunal for the Rwanda.
২. ICTR গঠন করা হয় কবে?
-৮ নভেম্বর ১৯৯৪ সালে।
৩. ICTR গঠনের উদ্দেশ্য কী?
-রুয়ান্ডা ও তার প্রতিবেশী রাজ্যের মধ্যে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন এবং গণহত্যার মতো অপরাধের বিচারে।
৪. ICTR বন্ধ করে দেয়া হয় কবে?
-৩১ ডিসেম্বর ২০১৫ সালে।
৫. ICTR এর সদর দপ্তর কোথায়?
-আরুশা, তানজানিয়া।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    503 Views
    by masum
    0 Replies 
    146 Views
    by shanta
    0 Replies 
    213 Views
    by tamim
    0 Replies 
    179 Views
    by raja
    0 Replies 
    155 Views
    by mousumi
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]