- Fri Dec 11, 2020 2:09 pm#4801
আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র
১.ITC এর পূর্ণরূপ কী?
-International trade Centre.
২. ITC এর প্রতিষ্ঠা হয় কবে?
-১৯৬৪ সালে।
৩. ITC এর সদর দপ্তর কোথায়?
-জেনেভা, সুইজারল্যান্ড।
UNRAW
১.UNRAW এর পূর্ণরূপ কী?
-United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East.
২. UNRAW গঠন করা হয় কবে?
-৮ ডিসেম্বর ১৯৪৯ সালে।
UNOCHA
১.UNOCHA এর পূর্ণরূপ কী?
-United Nations Office for the Coordination of human Affairs.
২. UNOCHA কত সালে প্রতিষ্ঠিত হয়?
-১৯৯১ সালে।
যুগোশ্লাভিয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
১.ICTY এর পূর্ণরূপ কী?
-International Criminal Tribunal for the Former Yugoslavia.
২.জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গৃহীত প্রস্তাবের মাধ্যমে কবে ICTY গঠন করা হয়?
-২৫ মে ১৯৯৩ সালে।
৩. ICTY এর অবস্থান কোথায়?
-দ্য হেগ, নেদারল্যান্ডস।
রুয়ান্ডার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
১.ICTR এর পূর্ণরূপ কী?
-International Criminal Tribunal for the Rwanda.
২. ICTR গঠন করা হয় কবে?
-৮ নভেম্বর ১৯৯৪ সালে।
৩. ICTR গঠনের উদ্দেশ্য কী?
-রুয়ান্ডা ও তার প্রতিবেশী রাজ্যের মধ্যে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন এবং গণহত্যার মতো অপরাধের বিচারে।
৪. ICTR বন্ধ করে দেয়া হয় কবে?
-৩১ ডিসেম্বর ২০১৫ সালে।
৫. ICTR এর সদর দপ্তর কোথায়?
-আরুশা, তানজানিয়া।
১.ITC এর পূর্ণরূপ কী?
-International trade Centre.
২. ITC এর প্রতিষ্ঠা হয় কবে?
-১৯৬৪ সালে।
৩. ITC এর সদর দপ্তর কোথায়?
-জেনেভা, সুইজারল্যান্ড।
UNRAW
১.UNRAW এর পূর্ণরূপ কী?
-United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East.
২. UNRAW গঠন করা হয় কবে?
-৮ ডিসেম্বর ১৯৪৯ সালে।
UNOCHA
১.UNOCHA এর পূর্ণরূপ কী?
-United Nations Office for the Coordination of human Affairs.
২. UNOCHA কত সালে প্রতিষ্ঠিত হয়?
-১৯৯১ সালে।
যুগোশ্লাভিয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
১.ICTY এর পূর্ণরূপ কী?
-International Criminal Tribunal for the Former Yugoslavia.
২.জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গৃহীত প্রস্তাবের মাধ্যমে কবে ICTY গঠন করা হয়?
-২৫ মে ১৯৯৩ সালে।
৩. ICTY এর অবস্থান কোথায়?
-দ্য হেগ, নেদারল্যান্ডস।
রুয়ান্ডার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
১.ICTR এর পূর্ণরূপ কী?
-International Criminal Tribunal for the Rwanda.
২. ICTR গঠন করা হয় কবে?
-৮ নভেম্বর ১৯৯৪ সালে।
৩. ICTR গঠনের উদ্দেশ্য কী?
-রুয়ান্ডা ও তার প্রতিবেশী রাজ্যের মধ্যে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন এবং গণহত্যার মতো অপরাধের বিচারে।
৪. ICTR বন্ধ করে দেয়া হয় কবে?
-৩১ ডিসেম্বর ২০১৫ সালে।
৫. ICTR এর সদর দপ্তর কোথায়?
-আরুশা, তানজানিয়া।