Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4791
১.উপমহাদেশ থেকে এ যাবৎ কতজন নোবেল পুরস্কার পেয়েছেন?
-বারোজন
২.আলফ্রেড বার্নার্ড নোবেল কোন দেশের অধিবাসী?
-সুইডেন
৩.নোবেল পুরস্কারের প্রবর্তক কে?
-আলফ্রেড বার্নার্ড নোবেল
৪.২০২০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান –
-লুইস গ্লাক
৫.একজন রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন, তার নাম –
-চার্চিল
৬.সাহিত্যে সর্বপ্রথম কোন নারী নোবেল পুরস্কার পান?
-সেলমা লেগারলফ
৭.আলফ্রেড বার্নার্ড নোবেল কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
-১৮৩৩ সালে
৮.বর্তমানে কতটি বিষয়ে নোবেল পুরস্কার দেয়া হয়?
-৬টি
৯.অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রথম দেয়া হয হয় কবে?
-১৯৬৯ সালে
১০.২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত দ্বিতীয় বাঙালি হলেন –
-অভিজিৎ ব্যানার্জি
১১.এশিয়ার মধ্যে সর্বপ্রথম শান্তিতে নোবেল বিজয়ী কে?
-লি ডাক থো
১২.সর্বপ্রথম কোন নারী নোবেল পুরস্কার পান?
-মাদাম কুরি
১৩.আলফ্রেড নোবেল মৃত্যুবরণ করেন কবে?
-১৮৯৬ সালে
১৪.আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন?
-ডিনামাইট
১৫.উপমহাদেশের প্রথম অস্কার পুরস্কার বিজয়ী –
-সত্যজিৎ রায়
১৬.নোবেল পুরস্কার বিজয়ী উপমহাদেশের প্রথম ব্যক্তিত্ব –
-রবীন্দ্রনাথ ঠাকুর
১৭.প্রথম বাংলাদেশি হিসেবে কে অস্কার লাভ করেন?
-নাফিজ বিন জাফর
১৮.আলফ্রেড নোবেল পুরস্কারের জন্য যে পরিমাণ সম্পত্তি উইল করে যান –
-৯২ লাখ ডলার
১৯.একটি বিষয়ে সর্বোচ্চ কতজনকে নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়?
-৩ জনকে
২০.সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করে –
-সুইডিশ একাডেমি
২১.শান্তিতে নোবেল প্রত্যাখানকারী একমাত্র ব্যক্তি কে?
-লি ডাক থো
২২.অর্থনীতিতে নোবেল বিজয়ী দ্বিতীয় নারী কে?
-এস্তার দুফলো
২৩.কত সালে অস্কার পুরস্কার প্রদান করা হয়?
-১৯২৮ সালে
২৪.টাইটানিক ছবিটি কোন সালে অস্কার পুরস্কার লাভ করে?
-১৯৯৭ সালে।
২৫.টাইটানিক ছবিটি কতটি বিভাগে অস্কার পুরস্কার লাভ করে?
-১১টি
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    22 Views
    by bdchakriDesk
    0 Replies 
    10 Views
    by bdchakriDesk
    0 Replies 
    723 Views
    by rafique
    0 Replies 
    484 Views
    by masum
    0 Replies 
    141 Views
    by shanta

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]