Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4770
১.ন্যাম এর বর্তমান সদস্য সংখ্যা কত?
-১২০
২.১৯৬৫ সালের পূর্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল?
-১১
৩.কোন সময় অছি পরিষদের কার্যক্রম স্থগিত করা হয়?
-অক্টোবর ১৯৯৪
৪.জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি সদস্যরাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে?
-পাঁচজন
৫.আন্তর্জাতিক আদালতে বিচারপতির সংখ্যা কদ?
-১৫
৬.সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় –
-সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
৭.জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সদর দপ্তর কোথায়?
-ব্যাংকক
৮.এফএও এর সদর দপ্তর কোথায়?
-রোম
৯.জাতিসংঘের অর্থনৈতি ও সামাজিক পরিষদ কয়টি আঞ্চলিক কমিশনে বিভক্ত?
-৫টি
১০.জাতিসংঘের আর্কাইভ সংরক্ষণ করে কোন প্রতিষ্ঠান?
-জাতিসংঘ সচিবালয়
১১.জাতিসংঘের মহাসচিব নিচের কোন সংস্থার সুপারিশে নির্বাচিত হন?
-নিরাপত্তা পরিষদ
১২.স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত?
-হেগে
১৩.যে প্রতিষ্ঠান ঋণ দেয় বিশেষ করে বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যহীনতা হ্রাস করতে ঋণ দেয় –
-আইএমএফ
১৪.কোন বছরের জন্য বাংলাদেশ নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিল?
-১৯৭৯-৮০
১৫.কোনটি বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়?
-আইএমএফ
১৬.TWIN OF BRETTON WOODS বলে পরিচিত কোনটি?
-IMF, IBRD
১৭.জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম –
-ইউএনডিপি
১৮.জাতিসংঘের কোন সংস্থার মানব ক্লেনিং নিষিদ্ধ করেছে?
-ইউনেস্কো
১৯.জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম অধিবেশন বসে কোথায়?
-লন্ডন, ব্রিটেন
২০.কত সালে জাতিসংঘ সনদ সংশোধন করে নিরাপত্তা পরিষদের সদস্যসংখ্যা বৃদ্ধি করা হয়?
-১৯৬৫ সালে
২১.হু এর বর্তমান সদস্য সংখ্যা কত?
-১৯৪
২২.কোন চুক্তির মাধ্যমে ইউপিইউ গঠিত হয়?
-বার্ন চুক্তি
২৩.ব্রেটন উডস সম্মেলন সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠিত আইএমএফ কবে থেকে কার্যক্রম শুরু করে?
-১৯৪৭ সাল
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    503 Views
    by masum
    0 Replies 
    146 Views
    by shanta
    0 Replies 
    212 Views
    by tamim
    0 Replies 
    178 Views
    by raja
    0 Replies 
    155 Views
    by mousumi
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]