Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4759
দক্ষিণ আফ্রিকা
১.দক্ষিণ আফ্রিকার রাজধানী কতটি?
-৩টি।
২.বিশ্বের বৃহত্তম স্বর্ণখনি কোথায় অবস্থিত?
-জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা।
৩.বিশ্বের বৃহত্তম স্বর্ণখনির নাম কী?
-ওইটওয়াটারসর‌্যান্ড।
৪.দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি কে?
-নেলসন ম্যান্ডেলা।
৫.রোবের দ্বীপে বন্দি থাকা অবস্থায় বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার প্রিজন সম্বর কত ছিল?
-৪৬৬৬৪।
৬.দক্ষিণ আফ্রিকার আদি শ্বেতাঙ্গ উপনিবেশটির নাম কী?
-কেপ অব গুড হোপ।
৭.দক্ষিণ আফ্রিকায় কবে বর্ণবিদ্বেষ নীতি প্রবর্তিত হয়?
-১৯৭১ সালে।
৮.দক্ষিণ আফ্রিকার বসবাসকারী কৃষ্ণাঙ্গ জাতিগোষ্ঠীকে কি বলে?
-বান্টু।
৯.দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ নীতির প্রবক্তা কে?
-জেমস হার্জগ।
১০.কবে দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক পরিষদ বর্ণবৈষম্য হীন সংবিধান চালু করে?
-৮ মে ১৯৯৬ সালে।
১১.দক্ষিণ আফ্রিকায় কাকে মাদার অব দ্য নেশন বলা হয়?
-নেলসন ম্যান্ডেলার প্রাক্তন স্ত্রী উইনি ম্যাল্ডেলাকে।
১২.আফ্রিকার ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা হয় কবে?
-৮ জানুয়ারি ১৯১২ সালে।
১৩.নেলসন ম্যান্ডেলাকে কোন দ্বীপে বন্দী রাখা হয়?
-রোবেন দ্বীপ।
১৪.লিলিসলিফ ফার্ম কোথায় অবস্থিত?
-রিভোনিয়া, জোহানেসবার্গ।
১৫.লিলিসলিফ ফার্ম কবে জাদুঘর হিসেবে উন্মুক্ত করা হয়?
-৯ জুন ২০০৮ সালে।
১৬.দক্ষিণ আফ্রিকার সশস্ত্র সংগ্রাম শুরু হয় কোথা থেকে?
-লিলিসলিফ ফার্ম।
১৭.দক্ষিণ আফ্রিকা কত বছর কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল?
-৩৪২ বছর।
১৮.দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট কে?
-ডি ক্লার্ক।
১৯.দক্ষিণ আফ্রিকার বর্ণ বিদ্বেষনীতির প্রবর্তন হয় কবে?
-১৯৬১ সালের মে মাসে ।

উগান্ডা
১.স্বেরশাসক ইদি আমিন কে ছিলেন?
-উগান্ডার প্রেসিডেন্ট।
২.রুয়েন জোরি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
-উগান্ডায়।
৩.কোন দেশকে বজ্রঝড়ের দেশ বলা হয়?
-উগান্ডাকে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    504 Views
    by masum
    0 Replies 
    146 Views
    by shanta
    0 Replies 
    213 Views
    by tamim
    0 Replies 
    179 Views
    by raja
    0 Replies 
    155 Views
    by mousumi
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]