Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4721
USMCA
১.USMCA এর পূর্ণরূপ কী?
-United States-Mexico-Canada Agreement.
২. USMCA স্বাক্ষরিত হয় কবে?
-৩০ নভেম্বর ২০১৮ সালে।
৩. USMCA কার্যকর হয় কবে?
-১ জুলাই ২০২০ সালে।
৪. USMCA ভুক্ত দেশ কতটি?
-২টি।
৫. USMCA এর মেয়াদকাল কত?
-১৬ বছর।
৬.NAFTA কবে স্বাক্ষরিত হয়?
-১৭ ডিসেম্বর ১৯৯২ সালে।

সাফটা
১.SAFTA এর পূর্ণরূপ কী?
-South Asian Free Tread Area.
২.সাফটা চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
-৬ জানুয়ারি ২০০৪ সালে।
৩.সাফটা কার্যকর হয় কবে?
-১ জানুয়ারি ২০০৬ সালে।
৪.সাফটা ভুক্ত দেশ কতটি?
-৮টি।

সাপটা
১.SAPTA এর পূর্ণরূপ কী?
-SAARC Preferential Trading Arrangement.
২.সাপটা স্বাক্ষরিত হয় কবে?
-১১ এপ্রিল ১৯৯৩ সালে।
৩.সাপটা কার্যকর হয় কবে?
-৭ ডিসেম্বর ১৯৯৫ সালে।
৪.সাপটা ভুক্ত দেশ কতটি?
-৮টি।

AfCFTA
১.AfCFTA এর পূর্ণরূপ কী?
-African Continental Free Tread Agreement.
২. AfCFTA কবে স্বাক্ষরিত হয়?
-২১ মার্চ ২০১৮ সালে।
৩. AfCFTA কোথায় স্বাক্ষরিত হয়?
-কিগালি, রুয়ান্ডা।

আফটা
১.AFTA এর পূর্ণরূপ কী?
-ASEAN Free Tread Area.
২.আফটা স্বাক্ষরিত হয় কবে?
-২৮ জানুয়ারি ১৯৯২সালে।
৩.আফটা স্বাক্ষরিত হয় কোথায়?
-সিঙ্গাপুর।
৪.আফটা ভুক্ত দেশ কতটি?
-১০টি।
    InterServer Web Hosting and VPS

    বেপজা পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ[…]

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি […]

    বিডিচাকরি তে একজন কনটেন্ট ম্যানেজার আবশ্যক […]

    Career Opportunity Wealth Champ Internati[…]