Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4719
সুদান
১.ব্ল-নীল ও হোয়াইট নীল কোথায় মিলিত হয়েছে?
-খার্তুম শহরের কাছে।
২.জানজাবিদ মিলিশিয়া কোন দেশের?
-সুদান।
৩.প্রথম প্রেসিডেন্ট কে?
-ইব্রাহীম আবুদ ।
৪.ওমর আল বশির কবে অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতায় আসেন?
-৩০ জুন ১৯৮৯ সালে।
৫.সুদান লিবারেশন আর্মি এবং জাস্টিস অ্যান্ড ইকুয়াডলিটি মুভমেন্ট কোন দেশের বিদ্রোহী সংগঠন?
-সুদান।
৬.কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
-সেন্ট্রাল ব্যাংক অব সুদান।
৭.জাতীয় বিমান সংস্থার নাম কী?
-সুদান এয়ারওয়েজ।
৮.গৃহযুদ্ধের সময়কাল কত?
-আগস্ট ১৯৫৫-মার্চ ১৯৭২ এবং এপ্রিল ১৯৮৩-জানুয়ারি ২০০৫।
৯.সামরিক অভ্যুত্থান ঘটে কবে?
-১৬ ডিসেম্বর ১৯৫৮ সালে।
১০.দারফুর অঞ্চলটি কোন দেশে অবস্থিত?
-সুদান।

দক্ষিণ সুদান
১.ভৌগোলিক উপনাম কী?
-পূর্ব আফ্রিকার রুটির ঝুড়ি।
২.সুদানে প্রথম গৃহযুদ্ধ এর সময়কাল কত?
-১৯৫৫-১৯৭২ সাল।
৩.প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ?
-সুদান।
৪.সুদানে দ্বিতীয় গৃহযুদ্ধের সময়কাল কত?
-১৯৮৩-২০০৫ সাল।
৫.স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদানকারী দলের নাম কী?
-সুদান পিপল’স লিবারেশন মুভমেন্ট।
৬.সুদান পিপল’স লিবারেশন মুভমেন্ট এর প্রতিষ্ঠাতা কে?
-জন গারাং।
৭.সুদান পিপ’স লিবারেশন মুভমেন্ট কবে গঠন করা হয়?
-১৬ মে ১৯৮৩ সালে।
৮.দক্ষিণ সুদানের স্বাধীনতার নেতৃত্ব দেন কে?
-জন গারাং।
৯.রাজধানী জুবা কোন নদীর তীরে অবস্থিত?
-হোয়াইট নীল।
১০.দক্ষিণ সুদানকে প্রথম স্বীকৃতি দান কবে কার্যকর হয়?
-৯ জুলাই ২০১১ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    9 Views
    by rafique
    0 Replies 
    10 Views
    by masum
    0 Replies 
    13 Views
    by shanta
    0 Replies 
    7 Views
    by rana
    0 Replies 
    10 Views
    by sajib

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]