Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4706
১.পপি উৎপাদনের ক্ষেত্রে কোন দেশগুলোকে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয়?
-মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস
২.লাক্ষাদ্বীপ ও মালদ্বীপ অবস্থিত –
-আরব সাগরের দক্ষিণ পূর্বাংশে
৩.এশিয়া ও ইউরোপ মহাদেশকে একত্রে বলা হয় –
-ইউরেশিয়া
৪. এশিয়ার সর্ব উত্তর বিন্দু –
-চেলুসকিনের অগ্রভাগ
৫.এশিয়ার সর্বপশ্চিম বিন্দু –
-বেবা অন্তরীপ
৬.পৃথিবীর শীতলতম স্থানের নাম কী?
-ভারখয়ানস্ক, রাশিয়া
৭.প্রাচ্যের দেশগুলোর মধ্যে কোন দেশে সর্বপ্রথম সূর্য উদয় হয়?
-জাপান
৮.মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঘনবসতির দেশ কোনটি?
-লেবানন
৯.সভ্যতার সূতিকাগার বলা হয় কোন দেশকে?
-মিশরকে
১০.মিন্দানাও কোথায় অবস্থিত?
-ফিলিপাইনে
১১.বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বে অবস্থিত –
-আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
১২.পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
-এশিয়া
১৩.বিখ্যাত কুতুব মিনার অবস্থিত –
-দিল্লিতে
১৪.দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ –
-ইরাক
১৫.মেসোপটেমিয়া এলাকার বেশির ভাগ বর্তমানে কোন দেশে?
-ইরাক
১৬.ভারতে মোট অঙ্গরাজ্যের সংখ্যা –
-২৮ টি
১৭.পৃথিবীর অর্ধেকের বেশি লোক বাস করে –
-এশিয়ায়
১৮.City of Flowing Tress বলা হয় কোন শহরকে?
-হারারে
১৯.উত্তমাশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত?
-আফ্রিকা
২০.কোন দেশে পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকৃতির জাতি পিগমিদের বাস?
-কঙ্গো
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    638 Views
    by rafique
    0 Replies 
    477 Views
    by masum
    0 Replies 
    500 Views
    by shanta
    0 Replies 
    617 Views
    by rana
    0 Replies 
    590 Views
    by sajib

     হোয়াংহো নদী কোথায় অবস্থিত?-উঃ চীন।  হোয়াংহো[…]

    ২৬. রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে কোথায়?-[…]

     উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমা[…]

     শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা কে?-উঃ কায়কোব[…]