Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4702
কলম্বো পরিকল্পনা
১.কলম্বো পরিকল্পনা এর প্রতিষ্ঠা কবে?
-১ জুলাই ১৯৫১, শ্রীলংকায়।
২.কলম্বো পরিকল্পনা এর বর্তমান নামকরণ করা হয় কবে?
-১৯৭৭ সালে।
৩.কলম্বো পরিকল্পনা এর বর্তমান সদস্য দেশ কতটি?
-২৭টি।
৪.কলম্বো পরিকল্পনা এর যাত্রা শুরু হয়েছিল কয়টি দেশ নিয়ে?
-৭টি।
৫.কলম্বো পরিকল্পনা এর বর্তমান মহাসচিব কে?
-ফান কিউ থু (ভিয়েতনাম)।

ওপেক
১.OPEC এর পূর্ণরূপ কী?
-Organization of the petroleum Exporting Countries.
২.ওপেক কবে গঠিত হয়?
-১৪ সেপ্টেম্বর ১৯৬০ সালে।
৩.ওপেক গঠনের উদ্দেশ্য কী?
-সদস্য দেশগুলোর মধ্যে তেলের উৎপাদন ও মূল্য নিয়ন্ত্রণ করা।
৪.ওপেক এর সদর দপ্তর কোথায়?
-ভিয়েনা, অস্ট্রিয়া।
৫.ওপেকের বর্তমান সদস্য সংখ্যা কত?
-১৩টি।
৬.কোন দেশ ওপেকের সদস্য ছিল কিন্তু বর্তমানে নেই?
-ইন্দোনেশিয়া, কাতার ও ইকুয়েডর।

ওপেকের সদস্য দেশসমূহ
দেশ – সদস্যপদ লাভ
প্রতিষ্ঠাতা দেশ
ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা – ১৪ সেপ্টেম্বর ১৯৬০
অন্যান্য সদস্য – ৪ জুন ১৯৬২
সংযুক্ত আরব আমিরাত – ২৭ নভেম্বর ১৯৬৭
আলজেরিয়া – ৮ জুলাই ১৯৬৯
নাইজেরিয়া – ১২ জুলাই ১৯৭১
গ্যাবন – ৯ জুন ১৯৭৫
অ্যাঙ্গোলা – ১ জানুয়ারি ২০০৭
নিরক্ষীয় গিনি – ২৫ মে ২০১৭
কঙ্গো প্রজাতন্ত্র -২২ জুন ২০১৮

ওপেক বৈচিত্র্য
অ-আরব দেশ – ইরান, গ্যাবন, নাইজেরিয়া, ভেনিজুয়েলা, অ্যাঙ্গোলা, নিরক্ষীয় গিনি ও কঙ্গো প্রজাতন্ত্র
অ-আরব এশীয় দেশ – ইরান
আরব দেশ – আলজেরিয়া, ইরাক, কুয়েত, লিবিয়া, সৌদি আরব, ও সংযুক্ত আরব আমিরাত

আকু
১.আকু প্রতিষ্ঠিত হয় কত সালে?
-৯ ডিসেম্বর ১৯৭৪ সালে।
২.এর পূর্নরূপ কী?
-এশিয়ার ক্লিয়ারিং ইউনিয়ন।
৩.এর সদর দপ্তর কোথায়?
-তেহরান, ইরান।
৪.এটি কার্যক্রম শুর করে কবে?
-নভেম্বর ১৯৭৫।
৫.এর সদস্য দেশ কতটি?
-৯টি।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]