- Sat Dec 05, 2020 9:52 am#4684
সার্বিয়া
১.যুগোস্লাভিয়ার রাজতন্ত্রের সময়কাল কত?
-১ ডিসেম্বর ১৯১৮-২৯ নভেম্বর ১৯৪৫।
২.যুগোস্লাভিয়ার প্রথম রাজার নাম কী?
-প্রথম পিটার।
৩.যুগোস্লাভিয়ার শেষ রাজার নাম কী?
-দ্বিতীয় পিটার।
৪.যুগোস্লাভিয়ার শেষ প্রধানমন্ত্রী কে?
-স্টিফেন মেসিচ।
৫.যুগোস্লাভিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে?
-নিকোলা পাসিচ।
৬.প্রথম বলকান যুদ্ধের সময়কাল কত?
-৮ অক্টোবর ১৯১২-১৮ জুলাই ১৯১৩।
৭.দ্বিতীয় বলকান যুদ্ধের সময়কাল কত?
-২৯ জুন-১০ আগস্ট ১৯১৩।
৮.সমাজতান্ত্রিক যুগোস্লাভিয়ার প্রথম প্রেসিডেন্ট কে?
-মার্শাল যোসেফ ব্রজ টিটো।
বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা
১.বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার জাতির জনক কে?
-আলিজা ইজতবেগাভিচ।
২.বলকানের ক্ষমতার কেন্দ্রবিন্দু কোন দেশ?
-বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা।
৩.বসনিয়ার যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে?
-সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
৪.বসনিয়া যুদ্ধ নিরসনের জন্য ডেটন চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
-১৪ ডিসেম্বর ১৯৯৫ সালে।
৫.রিপাবলিক স্পকা কবে ঘোষিত হয়?
-৯ জানুয়ারি ১৯৯২ সালে।
৬.ওয়াশিংটন চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
-৩০ মার্চ ১৯৯৪ সালে।
কসোভো
১.কসোভো স্বাধীনতা ঘোষণা করে কবে?
-১৭ ফেব্রুয়ারি ২০০৮ সালে।
২.কসোভো কোন দেশের অধীনে ছিল?
-সার্বিয়া।
৩.ইউরোপের তৃতীয় স্বাধীন মুসলিম দেশ কোনটি?
-কসোভো।
৪.কসোভো যুদ্ধের ব্যাপ্তিকাল কত?
-১৮ ফেব্রুয়ারি ১৯৯৮-১১ জুন ১৯৯৯।
৫.ন্যাটো যুগোস্লাভিয়ার বিরুদ্ধে বিমান হামলা শুরু করে কবে?
-২৪ মার্চ ১৯৯৯ সালে।
৬.সার্ব সেনারা সরে দাঁড়ালে কসোভোর নিয়ন্ত্রণ গ্রহণ করেন কে?
-জাতিসংঘ।
৭.কসোভোর নিরাপত্তায় নিয়োজিত ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর নাম কী?
-কসোভো বাহিনী।
১.যুগোস্লাভিয়ার রাজতন্ত্রের সময়কাল কত?
-১ ডিসেম্বর ১৯১৮-২৯ নভেম্বর ১৯৪৫।
২.যুগোস্লাভিয়ার প্রথম রাজার নাম কী?
-প্রথম পিটার।
৩.যুগোস্লাভিয়ার শেষ রাজার নাম কী?
-দ্বিতীয় পিটার।
৪.যুগোস্লাভিয়ার শেষ প্রধানমন্ত্রী কে?
-স্টিফেন মেসিচ।
৫.যুগোস্লাভিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে?
-নিকোলা পাসিচ।
৬.প্রথম বলকান যুদ্ধের সময়কাল কত?
-৮ অক্টোবর ১৯১২-১৮ জুলাই ১৯১৩।
৭.দ্বিতীয় বলকান যুদ্ধের সময়কাল কত?
-২৯ জুন-১০ আগস্ট ১৯১৩।
৮.সমাজতান্ত্রিক যুগোস্লাভিয়ার প্রথম প্রেসিডেন্ট কে?
-মার্শাল যোসেফ ব্রজ টিটো।
বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা
১.বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার জাতির জনক কে?
-আলিজা ইজতবেগাভিচ।
২.বলকানের ক্ষমতার কেন্দ্রবিন্দু কোন দেশ?
-বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা।
৩.বসনিয়ার যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে?
-সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
৪.বসনিয়া যুদ্ধ নিরসনের জন্য ডেটন চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
-১৪ ডিসেম্বর ১৯৯৫ সালে।
৫.রিপাবলিক স্পকা কবে ঘোষিত হয়?
-৯ জানুয়ারি ১৯৯২ সালে।
৬.ওয়াশিংটন চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
-৩০ মার্চ ১৯৯৪ সালে।
কসোভো
১.কসোভো স্বাধীনতা ঘোষণা করে কবে?
-১৭ ফেব্রুয়ারি ২০০৮ সালে।
২.কসোভো কোন দেশের অধীনে ছিল?
-সার্বিয়া।
৩.ইউরোপের তৃতীয় স্বাধীন মুসলিম দেশ কোনটি?
-কসোভো।
৪.কসোভো যুদ্ধের ব্যাপ্তিকাল কত?
-১৮ ফেব্রুয়ারি ১৯৯৮-১১ জুন ১৯৯৯।
৫.ন্যাটো যুগোস্লাভিয়ার বিরুদ্ধে বিমান হামলা শুরু করে কবে?
-২৪ মার্চ ১৯৯৯ সালে।
৬.সার্ব সেনারা সরে দাঁড়ালে কসোভোর নিয়ন্ত্রণ গ্রহণ করেন কে?
-জাতিসংঘ।
৭.কসোভোর নিরাপত্তায় নিয়োজিত ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর নাম কী?
-কসোভো বাহিনী।