Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4664
জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন
১.UNHCR এর পূর্ণরূপ কী?
-United Nations High Commissioner for Refugees.
২. UNHCR কবে প্রতিষ্ঠিত হয়?
-১৪ ডিসেম্বর ১৯৫০ সালে।
৩. UNHCR এর সদর দপ্তর কোথায়?
-জেনেভা, সুইজারল্যান্ড।
৪. UNHCR এর প্রধানকে কি বলা হয়?
-হাইকমিশনার।
৫. UNHCR এর প্রথম হাইকমিশনার কে?
-জ্যান ভন হিভেন।
৬. UNHCR এর বর্তমান হাইকমিশনার কে?
-ফিলিপ্পো গ্রান্ডি।

ইউএন উইমেন
১.জাতিসংঘের নারী বিষয়ক সংস্থার নাম কী?
-ইউএন উইমেন।
২.ইউএন উইমেন এর অফিসিয়াল নাম কী?
-United Nations Entiti for Gender Equality and the Empowerment of Women.
৩.ইউএন উইমেন কবে কার্যক্রম শুরু করে?
-১ জানুয়ারি ২০১১ সালে।
৪.কতটি কর্মসূচিকে ইউএন উইমেন এর আওতায় আনা হয়?
-৪টি।
৫.UNIFEM এর পূর্নরূপ কী?
-United Nations Development Fund for Woman.
৬.ইউএন উইমেন এর নির্বাহী বোর্ডের সদস্য কত?
-৪১।
৭.ইউএন উইমেন এর প্রধানের পদবি কী?
-নির্বাহী পরিচালক।
৮.ইউএন উইমেন এর প্রথম নির্বাহী পরিচালক কে?
-মিশেল বাশেলেট, চিলি।
৯.ইউএন উইমেন এর বর্তমান নির্বাহী পরিচালক কে?
-ফুমজাইল এমলাম্বো এনজি কুকার।

ইউএনএইডস
১.জাতিসংঘের এইচআইভি ও এইডস বিষয়ক সংস্থার নাম কী?
-UNAIDS.
২. UNAIDS এর বর্তমান নির্বাহী পরিচালক কে?
-মিশেল সিডেবি, মালি।
৩. UNAIDS এর সদর দপ্তর কোথায়?
-জেনেভা, সুইজারল্যান্ড।
    InterServer Web Hosting and VPS

    বেপজা পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ[…]

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি […]

    বিডিচাকরি তে একজন কনটেন্ট ম্যানেজার আবশ্যক […]

    Career Opportunity Wealth Champ Internati[…]