Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4662
ক্ল্যাডিয়াস টলেমি
১.টলেমি কে ছিলেন?
-গ্রিক গণিতবিদ ও জ্যোতির্বিদ।
২.তার জন্ম কত সালে?
-১০০ খ্রি.।
৩.তার মৃত্যু হয় কত সালে?
-১৭০ খ্রি. ।
৪.তার উল্লেখযোগ্য গ্রন্থ কী কী?
-গাইড টু জিওগ্রাফি, অ্যালমাজেন্ট, অপটিকস।

হেরোডটাস
১.হেরোডটাস কত সালে জন্মগ্রহণ করেন?
-খ্রি.পূর্ব ৪৮৪।
২.হেরোডটাস কবে মৃত্যুবরণ করেন?
-খ্রি.পূর্ব ৪২৫ সালে।
৩.ইতিহাসের জনক কে?
-হেরোডটাস।

বেয়ার্ড
১.বেয়ার্ড কত সালে জন্মগ্রহণ করেন?
-১৩ আগস্ট ১৮৮৮।
২.টেলিভিশন কে আবিষ্কার করেন?
-বেয়ার্ড।
৩.বেয়ার্ড কবে মৃত্যুবরণ করেন?
-১৪ জুন ১৯৪৬ সালে।

ম্যালথাস
১.ম্যালথাস কত সালে জন্মগ্রহণ করেন?
-১৩ ফেব্রুয়ারি ১৭৬৬ সালে।
২.জনসংখ্যা বিষয়ক মতবাদ প্রদান করেছিলেন কোন অর্থনীতিবিদ?
-ম্যালথাস।
৩.খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে এবং জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে’ তত্বটি কোন জনবিজ্ঞানীর?
-ম্যালথাস।
৪.ম্যালথাস কবে মৃত্যুবরণ করেন?
-২৩ ডিসেম্বর ১৮৩৪ সালে।

অ্যাডাম স্মিথ
১.অর্থশাস্ত্র এর জনক কে?
-অ্যাডাম স্মিথ।
২.অ্যাডাম স্মিথ কত সালে জন্মগ্রহণ করেন?
-১৬ জুন ১৭২৩ সালে।
৩.অর্থনীতি সম্পদের বিজ্ঞান-কে বলেছেন?
-অ্যাডাম স্মিথ।
৪.অ্যাডাম স্মিথ কবে মৃত্যুবরণ করেন?
-১৭ জুলাই ১৭৯০ সালে।
    InterServer Web Hosting and VPS

    বেপজা পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ[…]

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি […]

    বিডিচাকরি তে একজন কনটেন্ট ম্যানেজার আবশ্যক […]

    Career Opportunity Wealth Champ Internati[…]