Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4653
১.অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ কী?
-Economics.
২.অর্থনীতির জনক বলা হয় কাকে?
-অ্যাডাম স্মিথকে।
৩.কোন অর্থনীতিবিদ অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছেন?
-অ্যাডাম স্মিথ।
৪.Modern school of Economic Though – এর প্রতিষ্ঠাতা কে?
-অ্যাডাম স্মিথ।
৫.The wealth of Nations – এর লেখক কে?
-অ্যাডাম স্মিথ।
৬.অ্যাডাম স্মিথ কোন মতবাদের প্রবক্তা ছিলেন?
-ক্লাসিক্যাল।
৭.কে অর্থনীতিকে গার্হস্থ্য ব্যবস্থাপনা বলে আখ্যায়িত করেছেন?
-এরিস্টটল।
৮.অর্থনীতিকে কোন অর্থনীতি বিদ কল্যাণের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন?
-মার্শাল।
৯.অর্থনীতির ক্ষেত্রে আধুনিক মতবাদ কোনটি?
-বাজার অর্থনীতি।
১০.আন্তর্জাতিক বাণিজ্যিক আধুনিক তত্ত্বের প্রবক্তা কে?
-হেকসান ওলীদ।
১১.পুজিবাদী অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য কী?
-সম্পদের ব্যক্তিমালিকানা।
১২.পুজিবাদী অর্থনীতির নিয়ন্ত্রক কে?
-মূল্য।
১৩.ব্যবসার হার বলতে কি বোঝায়?
-রপ্তানি ও আমদানি দামের হার।
১৪.বর্তমান বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণ কী?
-ঋণদান সংস্থাগুলোর উপর অতিরিক্ত চাপ।
১৫.২০০৮ সালের মতো গত শতাব্দীর কোন সালে বিশ্ব অর্থনৈতিক মন্দার মুখোমুখি হয়েছিল?
-১৯৩০ সালে।
১৬.ব্ল ইকোনোমি কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
-সমুদ্র অর্থনীতির সাথে।
১৭.নেক্সট ইলেভেন এর ধারনা কার?
-জিম ওনিলেব।
১৮.বীমা কী?
-বীমা এক প্রকার ব্যবসায়।
১৯.বীমা কত প্রকার?
-তিন প্রকার।
২০.বিশ্বের প্রথম কোন প্রকারের বীমা চালু ছিল?
-নৌ-বিমা।
২১.আধুনিক অগ্নিবীমার জনক কে?
-নিকোলাস বারবন।
২২.বিশ্বের বীমা সর্বপ্রথম প্রচলন ঘটে কোথায়?
-যুক্তরাজ্যে।
২৩.কোন বীমার মাধ্যমে বীমার অগ্রযাত্রা শুরু হয়?
-নৌ-বীমার মাধ্যমে।
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]