Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4644
যুক্তরাজ্য
১.কোন কোন অঞ্চল নিয়ে গ্রেট ব্রিটেন বা যুক্তরাজ্য গঠিত?
-ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড নিয়ে।
২.আধুনিক গণতন্ত্রের সূতিকাগার বলা হয় কোন দেশকে?
-যুক্তরাজ্যকে।
৩.সংসদীয় গণতন্ত্রের উৎপত্তি কোন দেশে?
-যুক্তরাজ্য।
৪.কোন দেশের অধিকাংশ আইন প্রথার উপর গড়ে উঠেছে?
-ব্রিটেন।
৫.কোন দেশের কোন লিখিত সংবিধান নেই?
-যুক্তরাজ্যের।
৬.ম্যা্গনাকার্টা কী?
-ম্যাগনাকার্টা ইংল্যান্ডের একটি চুক্তি।
৭.ইংরেজিকে কবে ইংল্যান্ডের সরকারি ভাষা হিসেবে গ্রহণ করা হয়?
-১৩৬২ সালে।
৮.ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সূচনা হয় কখন?
-অষ্টাদশ শতাব্দীতে।
৯.ইউনিয়ন জ্যাক কোন দেশের পতাকার নাম?
-যুক্তরাজ্য।
১০.বিশ্বের প্রথম স্থায়ী ব্রিটিশ কলোনির নাম কী?
-জেমস টাউন।
১১.সেন্ট হেলেনা দ্বীপ কোন দেশের অধীনে?
-যুক্তরাজ্য।
১২.ব্রিটেনের প্রশাসনিক দপ্তরকে কি বলা হয়?
-হোয়াইট হল।
১৩.যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কী?
-১০ নং ডাউনিং স্ট্রিট।
১৪.১০ নং ডাউনিং স্ট্রিট কবে থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে?
-১৭৩০ সালে।
১৫.যুক্তরাজ্যের আইনসভার চিফ হুইপের কার্যালয় এর নাম কী?
-৯ নং ডাউনিং স্ট্রিট।
১৬.যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর উপাধি কী?
-চ্যান্সেলর অব দ্য এক্সচেকার।
১৭.যুক্তরাজ্যের নারীরা ভোটাধিকার প্রয়োগের অধিকার লাভ করে কবে?
-১৯১৮ সালে।

আইনসভা
১.আইনসভার নাম কী?
-পার্লামেন্ট।
২.যুক্তরাজ্যের আইনসভা কত কক্ষ বিশিষ্ট?
-দুই কক্ষবিশিষ্ট।
৩.আইনসভার মেয়াদকাল কত?
-নির্দিষ্ট কোন মেয়াদ নেই।
৪.হাউস অব কমন্সের সদস্য সংখ্যা কত?
-৬৫০ জন।
৫.হাউস অব লর্ডসের সদস্য সংখ্যা কত?
-৮০৪ জন।
    InterServer Web Hosting and VPS

    বেপজা পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ[…]

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি […]

    বিডিচাকরি তে একজন কনটেন্ট ম্যানেজার আবশ্যক […]

    Career Opportunity Wealth Champ Internati[…]