Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4628
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
১.UNDP এর পূর্নরূপ কী?
-United Nations Development Programme.
২. UNDP কত সালে প্রতিষ্ঠিত হয়?
-১৯৬৫ সালে।
৩. UNDP এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
-নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
৪. UNDP এর শীর্ষ পদ কী?
-প্রশাসক।
৫. UNDP এর প্রথম প্রশাসক কে?
-পল. জে হফম্যান।
৬. UNDP এর বর্তমান প্রশাসক কে?
-অসিম স্টেইনার।

জাতিসংঘ স্বেচ্ছাসেবক দল
১.UNV এর পূর্নরূপ কী?
-United Nations Volunteers.
২.এটি কত সালে প্রতিষ্ঠিত হয়?
-১৯৭১ সালে।
৩. UNV এর সদর দপ্তর কোথায়?
-বন, জার্মানি।

জাতিসংঘ পরিবেশ কর্মসূচি
১.UNEP এর পূর্নরূপ কী?
-United Nations Environment Programme.
২. UNEP কবে প্রতিষ্ঠিত হয়?
-১৯৭২ সালে।
৩. UNEP এর সদর দপ্তর কোথায়?
-নাইরোবি, কেনিয়া।
৪. UNEP এর নির্বাহী পরিচালক কে?
-মাওরিক এফ স্ট্রং।
৫. UNEP এর বর্তমান নির্বাহী পরিচালক কে?
-জোয়েস মাসুয়া।

জাতিসংঘ জনসংখ্যা তহবিল
১.UNFPA-এর পূর্ণরূপ কী?
-United Nations Population Fund.
২. UNFPA কত সালে প্রতিষ্ঠিত হয়?
-১৯৬৯ সালে।
৩. UNFPA-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
-নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
৪. UNFPA- এর নির্বাহী পরিচালক কে?
-রাফায়েল এম. স্লাস।
৫. UNFPA-এর বর্তমান নির্বাহী পরিচালক কে?
-নাটিলা কামেন।
৬.বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে জাতিসংঘের কোন সংস্থা?
- UNFPA.
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    141 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]