Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4627
ইসলামিক উন্নয়ন ব্যাংক
১.IsDB এর পূর্নরূপ কী?
-Islamic Development Bank.
২.IsDB প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয় কত সালে?
-১৯৭৩ সালে।
৩.IsDB কোন সংস্থার একটি বিশেষায়িত ইনস্টিটিউট?
-ওআইসি।
৪.ইসলামী উন্নয়ন ব্যাংকের কার্যক্রম শুরু হয় কবে?
-২০ অক্টোবর ১৯৭৫ সালে।
৫. IsDB-এর আর্থিক লেনদেন শুরু হয় কবে?
-১৯৭৬ সালের জানুয়ারি মাসে।
৬.আইডিবির সদস্যপদ লাভের শর্ত কী?
-ওআইসির সদস্য হওয়া।
৭. IsDB এর প্রতিষ্ঠাতা সভাপতি কে?
-আহমদ মুহাম্মদ আলী।
৮. IsDB এর বর্তমান সভাপতি কে?
-বন্দর আল হাজার।
৯. IsDB এর প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা কত?
-২২টি।
১০. বর্তমানে IsDB এর নদস্য সংখ্যা কত?
-৫৭ টি।
১১. IsDB এর সদর দপ্তর কোথায়?
-জেদ্দা, সৌদি আরব।
১২.বাংলাদেশে IsDB এর কার্যক্রম শুরু হয় কবে থেকে?
-১৯৮৩ সাল থেকে।

আফ্রিকান উন্নয়ন ব্যাংক
১.AfDB এর পূর্নরূপ কী?
-African Development Bank.
২. AfDB কবে প্রতিষ্ঠিত হয়?
-১০ সেপ্টেম্বর ১৯৬৪ সালে।
৩. AfDB কার্যক্রম শুরু করে কবে?
-১ জুলাই ১৯৬৬ সালে।
৪. AfDB এর সদর দপ্তর কোথায়?
-আবিদজান, আইভরি কোস্ট।
৫. AfDB এর সদস্য সংখ্যা কত?
-৮১ টি।

পূর্নগঠন ও উন্নয়ন সংক্রান্ত ইউরোপীয় ব্যাংক
১.EBRD এর পূর্নরূপ কী?
-European Bank for Reconstruction and Development.
২. EBRD এর প্রতিষ্ঠা কবে?
-১৯৯১ সালে।
৩. EBRD এর সদর দপ্তর কোথায়?
-লন্ডন, ব্রিটেন।
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]