Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4626
নাবিক ও পর্যটক
ইবনে বতুতা
১.ইবনে বতুতা কত সালে জন্মগ্রহণ করেন?
-২৫ ফেব্রুয়ারি ১৩০৪ সালে।
২.ইবনে বতুতা যখন বঙ্গে পর্যটনে আসেন তখন এখানকার শাসক কে ছিলেন?
-সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ।
৩.তিনি অন্য কি নামে পরিচিত ছিলেন?
-মাওলানা বদরুদ্দীন এবং শামসুদ্দীন নামে।
৪.কোন দিল্লি সুলতানের আমলে ইবনে বতুতা ভারতে আসেন?
-মোহাম্মদ বিন তুঘলক।
৫.ইবনে বতুতা কবে মৃত্যুবরণ করেন?
-১৩৬৯ সালে।

ক্রিস্টোফার কলম্বাস
১.ক্রিস্টোফার কলম্বাস কবে জন্মগ্রহণ করেন?
-১৪৫১ সালে।
২.কলম্বাস কবে আমেরিকা আবিষ্কার করেন?
-১২ অক্টোবর ১৪৯২ সালে।
৩.ক্রিস্টোফার কলম্বাস কবে মৃত্যুবরণ করেন?
-২০ মে ১৫০৬ সালে।

ভাস্কো দা গামা
১.ভাস্কো দা গামা কত সালে জন্মগ্রহণ করেন?
-১৪৬৯ সালে।
২.কোন ইউরোপীয় বণিক ভারতে আসার পথ আবিষ্কার করেন?
-ভাস্কো দা গামা।
৩.ভাস্কো দা গামা কত সালে ভারতে আসেন?
-১৪৯৮ সালে।
৪.ভাস্কো দা গামা কবে মৃত্যুবরণ করেন?
-২৫ ডিসেম্বর ১৫২৪ সালে।

মার্কো পোলো
১.মার্কো পোলো কবে জন্মগ্রহণ করেন?
-১২৫৪ সালে।
২.মার্কো পোলো কবে মৃত্যুবরণ করেন?
-৮ জানুয়ারি ১৩২৪ সালে।

ফার্দিনান্দ ম্যাগেলান
১.ফার্দিনন্দ ম্যাগেলান কত সালে জন্মগ্রহণ করেন?
-১৪৮০ সালে।
২.প্রশান্ত মহাসাগরের নামকরণ করেন –
- ফার্দিনন্দ ম্যাগেলান।
৩. ফার্দিনন্দ ম্যাগেলান কবে মৃত্যুবরণ করেন?
-২৭ এপ্রিল ১৫২১ সালে।
    InterServer Web Hosting and VPS

    বেপজা পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ[…]

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি […]

    বিডিচাকরি তে একজন কনটেন্ট ম্যানেজার আবশ্যক […]

    Career Opportunity Wealth Champ Internati[…]