Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4604
ইবনে খালদুন
১.ইবনে খালদুন কবে কোথায় জন্মগ্রহণ করেন?
-২৭ মে ১৩৩২, তিউনিসিয়ার তিউনিসে।
২.ইবনে খালদুন কবে মৃত্যুবরণ করেন?
-১৭ মার্চ ১৪০৬ সালে।
৩.আল মুকাদ্দিমা গ্রন্থের রচয়িতা কে?
-ইবনে খালদুন।
৪.আসাবিয়া প্রত্যয়টির ব্যাখ্যা দেন কে?
-ইবনে খালদুন।
৫.তার পুরো নাম কী?
-আবদুর রহমান ওয়ালী উদ্দীন ইবন মোহাম্মদ ইবন খালদুন।
৬.তার বিখ্যাত গ্রন্থের নাম কী?
-কিতাবুল ইবার।

জ্যাঁ-জ্যাঁক রুশো
১.জ্যাঁ-জ্যাঁক রুশো কবে জন্মগ্রহণ করেন?
-২৮ জুন ১৭১২।
২.জ্যাঁ-জ্যাঁক রুশো কবে মৃত্যুবরণ করেন?
-২ জুলাই ১৭৭৮ সালে।
৩.ফরাসি বিপ্লবের অগ্রপথিক কে?
-জ্যাঁ-জ্যাঁক রুশো।
৪.কোন দার্শনিকগণ লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা দিয়েছেন?
-ভলতেয়ার ও রুশো।

কার্ল মার্কস
১.কার্ল মার্কস কত সালে জন্মগ্রহণ করেন?
-৫ মে ১৮১৮ সালে।
২.ড্যাস ক্যাপিটাল গ্রন্থের লেখক কে?
-কার্ল মার্কস।
৩.সমাজতন্ত্রের প্রবর্তক কে?
-কার্ল মার্কস।
৪.আদিম সাম্যবাদ প্রত্যয়টি কোন সমাজবিজ্ঞানীর?
-কার্ল মার্কস।
৫.কার্ল মার্কস কবে মৃত্যুবরণ করেন?
-১৪ মার্চ ১৮৮৩ সালে।
৬.কার্ল মার্কস এর তত্ত্ব কোনটি?
-উদ্বত্ত মূল্যতত্ত্ব।

হেগেল
১.হেগেল কবে জন্মগ্রহণ করেন?
-২৭ আগস্ট ১৭১০ সালে।
২.দার্শনিক হেগেল কোন দেশের নাগরিক?
-জার্মানি।
৩.তিনি কবে মৃত্যুবরণ করেন?
-১৪ নভেম্বর ১৮৩১ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2524 Views
    by tamim
    0 Replies 
    2031 Views
    by raja
    0 Replies 
    1967 Views
    by mousumi
    0 Replies 
    2435 Views
    by kajol
    0 Replies 
    2079 Views
    by raihan

    ৪১.নিচের কোনটি ঋণাত্মক প্রভাবক ? ক. S0_3খ. Glyceri[…]

     শখের হাঁড়ি এক ধরনের –ঐতিহ্যবাহী।  ছোট সো[…]