Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4596
এশীয় অবকাঠমো বিনিয়োগ ব্যাংক
১.AIIB এর পূর্নরূপ কী?
-Asian Infrastructure Investment Bank.
২.এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক গঠিত হয় কবে?
-২৪ অক্টোবর ২০১৪।
৩. AIIB এর আর্টিকেল অব এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় কবে?
-২৯ জুন ২০১৫ সালে।
৪. AIIB কার্যক্রম শুরু করে কবে?
-১৬ জানুয়ারি ২০১৬।
৫. AIIB এর সদর দপ্তর কোথায়?
-বেইজিং, চীন।

নতুন উন্নয়ন ব্যাংক
১.BRICS গঠিত ব্যাংকের নাম কী?
-New Development Bank (NDB).
২. NDB গঠনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
-১৫ জুলাই ২০১৪।
৩. NDB কার্যক্রম শুরু করে কবে?
-২৭ ফেব্রুয়ারি ২০১৬।
৪. NDB এর সদর দপ্তর কোথায়?
-সাংহাই, চীন।
৫. NDB এর সদস্য দেশ কতটি?
-৫টি।
৬. NDB এর প্রেসিডেন্টের মেয়াদকাল কত?
-৫ বছর।
৭. NDB এর প্রথম প্রেসিডেন্ট কে?
-কে ভি কামাথ (ভারত)।

এশীয় উন্নয়ন ব্যাংক
১.ADB এর পূর্ণরূপ কী?
-Asian Development Bank.
২. ADB এর প্রতিষ্ঠা কবে?
-২২ আগস্ট ১৯৬৬ সালে।
৩.এশীয় উন্নয়ন ব্যাংক কবে থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে?
-১৯ ডিসেম্বর ১৯৬৬ সালে।
৪.এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
-ম্যানিলা, ফিলিপাইন।
৫. ADB এর প্রেসিডেন্ট কে?
-তাকেসি ওটানেব।
৬. ADB এর বর্তমান প্রেসিডেন্ট কে?
-মাসাতসুগু আসাকাওয়া
৭. ADB এর বর্তমান সদস্য সংখ্যা কত?
-৬৮টি।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]